জামুড়িয়া, 12 ডিসেম্বর : পশ্চিম বর্ধমানের জামুরিয়ার 2 নম্বর জাতীয় সড়কে সাতগ্রাম মোড়ে দুর্ঘটনায় (Road Accident At Jamuria) ক্ষতিগ্রস্ত হল আসানসোল জেলা হাসপাতালের অ্যাম্বুল্যান্সের । দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক ও খালাসী আহত হন বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ । দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করে জামুড়িয়া থানায় নিয়ে যাওয়া হয় ৷ রবিবার ভোরের দিকে ঘটানটি ঘটে ৷
এই ঘটনার পর সাতগ্রাম মোড়ে ভিড় জমে যায় । ব্যাপক যানজটেরও সৃষ্টি হয় ৷ অ্যাম্বুল্যান্স মালিক জানান, আসানসোল জেলা হাসপাতাল থেকে বর্ধমান শহরে অ্যাম্বুল্যান্সে করে রোগী নিয়ে যায় । বর্ধমান থেকে ফেরার পথে ওই অ্যাম্বুলেন্সের চালকের ঘুম পেয়ে যাওয়ার ফলে জামুড়িয়ার সাতগ্রাম মোড়ে 2 নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পের দেওয়ালে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি । তারপর সেটি উল্টে যায় । এরপর পিছন থেকে আসা একটি লরি অ্যাম্বুল্যান্সটিকে পিষে দেয় ৷ যদিও প্রাণে বেঁচে যান অ্যাম্বুল্যান্সটির চালক এবং খালাসি ৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷