পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এখন ওরা বুঝছে রাম ছাড়া গতি নেই : আলুওয়ালিয়া - burdwan

"রামনবমীর গুরুত্ব অন্য দল অনেক পরে বুঝেছে।" আজ রামনবমীর শোভাযাত্রায় এসে প্রচারের ফাঁকে একথা বললেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

আলুওয়ালিয়া

By

Published : Apr 14, 2019, 8:16 PM IST

Updated : Apr 14, 2019, 11:50 PM IST

কাঁকসা, 14 এপ্রিল : "রামনবমীর গুরুত্ব অন্য দল পরে বুঝেছে। এখন তারা বুঝছে রাম ছাড়া কোনও গতি নেই।" রামনবমীর মিছিলে কাঁকসার পানাগড়ে এসে বললেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। গত বেশ কয়েকবছর ধরে রাজ্যে রামনবমী বিতর্কের কেন্দ্রে। কখনও রামনবমীকে ঘিরে অস্ত্র মিছিল তো কখনও বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। এবছরে আবার ভোটের মাঝে রামনবমী হওয়ায় এর মাঝে আনা হয়েছে নির্বাচন কমিশনকেও। রামনবমীর গায়ে রাজনীতির রংও লেগেছে অনেকদিন আগে। এখন এই দিনে জয় শ্রী রাম ধ্বনিতে ভোট প্রচারও সেরে ফেলছে গেরুয়া শিবিরের একাংশ। সেই সূত্রেই আজ কাঁকসায় মিছিলের ফাঁকে প্রচার সারলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের BJP প্রার্থী আলুওয়ালিয়া।

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবারের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বিপরীতে তৃণমূলের মমতাজ সংঘমিতা ও CPI(M)-এর আভাস রায়চৌধুরি। গতবার দার্জিলিং কেন্দ্র থেকে তৃণমূলের বাইচুং ভুটিয়াকে হারিয়ে BJP-র টিকিটে জিতেছিলেন আলুওয়ালিয়া। আজ প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রামের জন্মদিন পালন করা তো একটা আনন্দের দিন। সবাই আনন্দ করে শোভাযাত্রা করছে। আর আমি আজ পানাগড়ের হাসপাতাল, বাজার ঘুরলাম। গুরুদ্বারে গেলাম।" রামনবমীর নামে তো অন্য দলও প্রচার চালাচ্ছে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "অন্যান্য দল অনেক পরে বুঝেছে রামনবমীর গুরুত্ব। আজ যারা শোভাযাত্রায় আছে তারা অনেক আগে থেকেই জানত।"

দেখুন কী বললেন আলুওয়ালিয়া

অন্যদিকে, আজ দুর্গাপুরের বেনাচিতি গুরুদ্বারাতে বৈশাখি অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা। এরপর লঙ্গরখানায় দুপুরের খাবার খান।

Last Updated : Apr 14, 2019, 11:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details