পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে সরকারি গম পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Wb_dur_01_ Police confiscated the Viechele on the spot alleging smuggling of government wheat _7204345

আজ সকালে দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা যুবগোষ্ঠী ক্লাবের সামনে একটি ম্যাটাডোরে 18 বস্তা সরকারি গম এসে পৌঁছায় । স্থানীয় BJP নেতাকর্মীদের অভিযোগ এই গম পাচার হয়ে যাচ্ছে ।

Allegations of wheat smuggling in Durgapur against trinamool congress
দুর্গাপুরে সরকারি গম পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : May 19, 2020, 5:45 PM IST

দুর্গাপুর, 19 মে : সরকারি গম পাচারের অভিযোগে বিক্ষোভ ৷ আজ সকালে BJP নেতারা গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখান ৷ দুর্গাপুরের পলাশডিহার ঘটনা ৷ এরপর ঘটনাস্থানে আসে তৃণমূলের কাউন্সিলর ৷ তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গম পৌঁছে দিতে এই ব্যবস্থা ৷ বৈধ কাগজও রয়েছে ৷

আজ সকালে দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা যুবগোষ্ঠী ক্লাবের সামনে একটি ম্যাটাডোরে 18 বস্তা সরকারি গম এসে পৌঁছায় । স্থানীয় BJP নেতাকর্মীদের অভিযোগ এই গম পাচার হয়ে যাচ্ছে । এরপর স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় ৷ ঘটনাস্থানে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মানস রায় ৷ তিনি বলেন , " এই গম কোথাও পাচার হয়নি । বৈধ কাগজপত্র আছে । পুলিশ তদন্ত করলেই সব সত্যি বেরিয়ে আসবে । "

তিনি আরও অভিযোগ করেন , " BJP-র পায়ের তলায় মাটি নেই । তাই ইশু খুঁজছে তারা । কিন্তু এই গম দুর্গাপুর নগর নিগমের থেকে পাঠানো প্রতিবন্ধীদের জন্য । যেহেতু প্রতিবন্ধীরা রেশনের দীর্ঘ লাইনে দাঁড়াতে পারেন না । তাই আমরা আজ এখান থেকেই গম প্রতিবন্ধীদের বিতরণ করব বলে এনেছিলাম ।" যদিও এইভাবে সরকারি গম এনে ওয়ার্ডে বিলি করা যায় না । এমনটাও জানিয়েছেন মানসবাবু । কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত একটি দল । চোর নয় ।

অন্যদিকে, BJP-র অভিযোগ প্রতিবন্ধীদের সামনে রেখে এসব নাটক করা হচ্ছে । আসলে এই গম পাচার করার জন্যই গাড়িতে ছিল। ঘটনাস্থানে আসে ফরিদপুর থানার পুলিশ । লকডাউন ভেঙে 32 নম্বর ওয়ার্ডে ভিড় জমে মানুষের । পুলিশকে হিমশিম খেতে হয় ভিড় সামাল দিতে । শেষমেষ পুলিশ 18 বস্তা বোঝাই ম্যাটাডোরটি থানায় নিয়ে যায় । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details