পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Councillor Misbehaved: ভ্যাকসিনের লাইনে কাউন্সিলরের ঘাড়ধাক্কার অভিযোগ, আত্মহত্য়ার চেষ্টা মহিলার - woman attempting suicide

বিজেপি কর্মীর স্ত্রী হওয়ার অপরাধে ভ্য়াকসিনের পরিবর্তে জুটল ঘাড়ধাক্কা ৷ অপমানে আত্মহাত্য়ার চেষ্টা মহিলার ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি ৷

Allegation of stabbing
Allegation of stabbing

By

Published : Sep 4, 2021, 6:35 PM IST

দুর্গাপুর, 4 সেপ্টেম্বর: বিজেপি করার অপরাধে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও জুটল না কোভিড ভ্যাকসিন ৷ উল্টে কপালে জুটল তৃণমূল কাউন্সিলরের হেনস্থা। অপমানে দুর্গাপুর ব্যারেজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্য়ার চেষ্টা মহিলার।

গত বৃহস্পতিবার ভ্যাকসিন দেওয়া হচ্ছিল দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ 42 নম্বর ওয়ার্ডের সুকুমার নগর প্রাথমিক স্কুলে। সেই ভ্যাকসিনের লাইনে ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সুজিতকুমার দাসের স্ত্রী ঝর্ণা দাস। শেষ পর্যায়ে ওই মহিলাকে ভ্যাকসিনের লাইন থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে 42 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পিয়াঙ্কি পাঁজার বিরুদ্ধে।

আরও পড়ুন:Mamata Banerjee : শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানে জোর, পানাগড়ে কল্পতরু মমতা

সকলের সামনে এক মহিলার হাতে অপমান সহ্য় করে বাড়ি ফিরে আসেন বিজেপি কর্মীর স্ত্রী ৷ কিন্তু পরের দিন সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক হাসপাতালে ভর্তি তিনি। শুক্রবার দুপুরে অভিযুক্ত কাউন্সিলর প্রিয়াংকি পাঁজার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কোকওভেন থানায়। যদিও কাউন্সিলর সব অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর ও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য় এই চেষ্টা বলে জানিয়েছেন 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিয়াঙ্কি ৷

আরও পড়ুন:Covid Vaccination : রাজ্যে শুরু হল গর্ভবতী এবং 12 বছরের নিচের বাচ্চার মায়েদের ভ্যাকসিনেশন

তবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা না-হলে দুর্গাপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই। দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদের সদস্য (স্বাস্থ্য) রাখি তিওয়ারি জানান, ভ্যাকসিনের সঙ্গে তৃণমূল-বিজেপির কোনও সম্পর্ক নেই ৷ সকলেই ভ্যাকসিন পাবেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর শহরজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

ABOUT THE AUTHOR

...view details