পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানিগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে আগুন, পরিদর্শনে অগ্নিমিত্রা পল - রানিগঞ্জ থানা

সোমবার রাতে ওই বিজেপি কর্মী বাড়িতে না থাকার সুযোগে বাড়ির চারপাশে ব্যাপক ভাঙচুর চালায় । পরে ওই বিজেপি কর্মীর বাড়িতে মশাল জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

Allegation of setting fire to the house of BJP worker in Raniganj
রানিগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে আগুন

By

Published : May 4, 2021, 4:32 PM IST

রানিগঞ্জ, 4 মে : বিজেপি কর্মীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি রানিগঞ্জ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ভট্টাচার্য পাড়ায় ৷ এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় ।

সোমবার রাতে ওই বিজেপি কর্মী বাড়িতে না থাকার সুযোগে বাড়ির চারপাশে ব্যাপক ভাঙচুর চালায় । পরে ওই বিজেপি কর্মীর বাড়িতে মশাল জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এলাকার বিজেপি সমর্থকদের অভিযোগ, আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের হারের পর বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে তাঁরা । বাড়ির মহিলা সদস্যদের নির্যাতন চালানো হবে বলেও হুমকি দেয় ।

রানিগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে আগুন

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা বর্ধমানে, হামলায় ঘরছাড়া বিজেপির 60 পরিবার

বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছান । কথা বলেন বিজেপি কর্মীদের সঙ্গে । রানিগঞ্জ থানার পুলিশের সঙ্গে কথা বলেন বিধায়ক অগ্নিমিত্রা পল ।

ABOUT THE AUTHOR

...view details