দুর্গাপুর, 19 ডিসেম্বর : দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ । আর এই অভিযোগকে ঘিরে সংঘর্ষে জড়ায় ABVP ও TMCP । সংঘর্ষে ABVP-র এক কর্মী জখম হন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
গতকাল সন্ধেবেলা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 50 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছিল । অনুষ্ঠানের দায়িত্বে ছিল তৃণমূল ছাত্র পরিষদ । সেখানেই টিফিন দেরিতে আসা নিয়ে বিবাদের সূত্রপাত । আয়োজকদের কলেজেরই এক ছাত্রী বলে, "দাদা আমরা কি টাকা দিইনি ? আমাদের দিতে এত দেরি কেন ? অভিযোগ, তখনই ওই ছাত্রীর উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । প্রথমে তাকে ধাক্কা মারা হয় । পরে হেনস্থাও করা হয়। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ । এরপরই TMCP ও ABVP কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । পরে তা হাতাহাতিতে গড়ায় । ঘটনায় এক ABVP কর্মী জখম হন । প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।