আসানসোল, 19 ডিসেম্বর:রোগীমৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের সেন রেলে রোডে জেলাশাসক দফতর সংলগ্ন একটি নার্সিংহোমে (Patient Death in Asansol Nursing Home)। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ওই নার্সিংহোমে (Asansol Nursing Home) বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর চালান মৃতের পরিবারের সদস্যরা। খবর আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, গত 14 ডিসেম্বর আসানসোলের বেসরকারি নার্সিংহোমে ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা বছর ছেচল্লিশের মীনা মণ্ডল পেটে টিউমার অপারেশনের উদ্দেশে ভরতি হয়েছিলেন। ওই দিনই তাঁর অপারেশন হয়। মীনা মণ্ডলের আত্মীয়রা জানান, 14 ডিসেম্বর অপারেশনের পর অবস্থার অবনতি হয় রোগীর। তারপরে এই নার্সিংহোম থেকে রোগীকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে আরও অবস্থার অবনতি হয় রোগীর। এরপর রোগীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানে রবিবার রাতে রোগী মারা যান ৷