পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Patient Death in Asansol Nursing Home: রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নার্সিংহোম ভাঙচুর পরিবারের সদস্যদের - নার্সিংহোম ভাঙচুর

আসালসোল সেনরেলে রোডের একটি নার্সিংহোমে গত 14 ডিসেম্বর আসানসোলের বেসরকারি নার্সিংহোমে বছর ছেচল্লিশের মীনা মণ্ডল পেটে টিউমার অপারেশনের উদ্দেশে ভরতি হয়েছিলেন। ওই দিনই তাঁর অপারেশন হয়। এরপর তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রথমে বর্ধমান মেডিক্যালে ও পরে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানেই রবিবার রাতে তাঁর মৃত্যু হয় ৷ আর এনিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে (Allegation of Medical Negligence in Patient Death) সোমবার নার্সিংহোম ভাঙচুর করেন পরিবারের সদস্যরা ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 19, 2022, 8:14 PM IST

চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোম ভাঙচুর পরিবারের সদস্যদের

আসানসোল, 19 ডিসেম্বর:রোগীমৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের সেন রেলে রোডে জেলাশাসক দফতর সংলগ্ন একটি নার্সিংহোমে (Patient Death in Asansol Nursing Home)। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ওই নার্সিংহোমে (Asansol Nursing Home) বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর চালান মৃতের পরিবারের সদস্যরা। খবর আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, গত 14 ডিসেম্বর আসানসোলের বেসরকারি নার্সিংহোমে ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা বছর ছেচল্লিশের মীনা মণ্ডল পেটে টিউমার অপারেশনের উদ্দেশে ভরতি হয়েছিলেন। ওই দিনই তাঁর অপারেশন হয়। মীনা মণ্ডলের আত্মীয়রা জানান, 14 ডিসেম্বর অপারেশনের পর অবস্থার অবনতি হয় রোগীর। তারপরে এই নার্সিংহোম থেকে রোগীকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে আরও অবস্থার অবনতি হয় রোগীর। এরপর রোগীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানে রবিবার রাতে রোগী মারা যান ৷

মৃত রোগীর পরিবারের সদস্যদের আরও দাবি, বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের পর সেলাই করতে গিয়ে মহিলার মূত্রনালি সেলাই করে দেওয়া হয়। ফলে মহিলার ইউরিন আটকে যায়। যার ফলে রোগীর অবস্থার আরও অবনতি হয় । রবিবার রাতে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে মৃত্যু হলেও, সোমবার দুপুরে মৃতদেহ নিয়ে এসে আসানসোলের সেই নার্সিংহোমে বিক্ষোভে ফেটে পড়েন রোগী পরিবারের সদস্যরা। তাঁরা নার্সিংহোমে ভাঙচুরও চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ ঘটনার সঠিক তদন্ত ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

আরও পড়ুন:আর্জেন্তিনার ট্রফি জয়ের পর দুই সমর্থকগোষ্ঠীর বচসা, জলপাইগুড়িতে আহত 7

ABOUT THE AUTHOR

...view details