পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Municipal Corporation: ৮৭ লক্ষ টাকা গড়মিলের অভিযোগ আসানসোল পৌরনিগমে ! জানেনই না মেয়র

2021 সালে 87 লক্ষ টাকার গরমিলের অভিযোগ উঠেছিল আসানসোল পৌরনিগমে ৷ কিন্তু সে বিষয়ে তদন্ত বেশিদূর এগোয়নি ৷ পৌরনিগমের বর্তমান মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, তিনি এই বিষয়টি আগে জানতেন না ৷

ETV Bharat
আসানসোল পৌরনিগম

By

Published : Aug 4, 2023, 5:15 PM IST

৮৭ লক্ষ টাকা গড়মিলের অভিযোগ আসানসোল পৌরনিগমে

আসানসোল, 4 অগস্ট: আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে 87 লক্ষ টাকার গরমিলের অভিযোগ উঠেছিল 2021 সালে । বিষয়টি নিয়ে শুধুমাত্র একটি জেনারেল ডায়েরি করা হয় । কিন্তু তারপর থেকে এই বিষয়ে আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । এমনকি একটি এফআইআর পর্যন্ত করা হয়নি । কিন্তু ঘটনা হল, বর্তমান মেয়র বিষয়টি জানতেনই না ! এমনই অভিযোগ তুলেছেন বিরোধী দলের কাউন্সিলাররা ।

2021 সালের জানুয়ারি মাসে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে একটি জেনারেল ডায়েরি করা হয়েছিল । সেই জেনারেল ডায়েরিতে অভিযোগ করা হয়, আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে 87 লক্ষ টাকা গরমিল ধরা পড়েছে । যে টাকা বিভিন্ন ট্যাক্স কিংবা অন্যান্য খাতে আদায় হয়েছিল কুলটি বরো অফিস । অভিযোগ, সেই টাকা আসানসোল পৌরনিগমের অর্থ দফতরে জমা পড়েনি । এর পিছনে বিরাট বড় দুর্নীতি রয়েছে বলে বিরোধী কাউন্সিলরদের দাবি । সম্প্রতি আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন কংগ্রেস কাউন্সিলর গুলাম সরোবর । তাঁর এই দাবি শুনেই চমকে গিয়েছেন মেয়র থেকে শুরু করে বর্তমান পৌর বোর্ডের সদস্যরা । বিষয়টি অনেকের কাছেই অজানা ।

গোলাম সরোবরের প্রশ্ন, "2021 সালে এই ঘটনা ঘটে থাকলে শুধুমাত্র একটি জেনারেল ডায়েরি করে কেন পৌরনিগম বিষয়টি নিয়ে আর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি? একটি এফআইআর পর্যন্ত করা হয়নি অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে । এমনকি টাকা ফেরতের কোনও ব্যবস্থা পৌরনিগম নেয়নি । কী কারণে পৌরনিগমের এত টাকা ফিরিয়ে আনতে অনিহা তা পরিষ্কার করুক বর্তমান পুরোবোর্ড ।"

আরও পড়ুন: নুসরতের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য পেল লালবাজার

বিষয়টি নিয়ে বিজেপি কাউন্সিলার চৈতালী তেওয়ারি বলেন, "এতদিন কেটে গেল, কিন্তু সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না । তবে কি এই টাকা তছরূপের পিছনে তৃণমূল নেতাদের হাত আছে ?" বিষয়টি নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি জানতাম না এই ঘটনার কথা । আমি বোর্ড মিটিংয়ে শুনেছি এবং শোনার পরেই আমি এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details