আসানসোল, 4 অগস্ট: আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে 87 লক্ষ টাকার গরমিলের অভিযোগ উঠেছিল 2021 সালে । বিষয়টি নিয়ে শুধুমাত্র একটি জেনারেল ডায়েরি করা হয় । কিন্তু তারপর থেকে এই বিষয়ে আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । এমনকি একটি এফআইআর পর্যন্ত করা হয়নি । কিন্তু ঘটনা হল, বর্তমান মেয়র বিষয়টি জানতেনই না ! এমনই অভিযোগ তুলেছেন বিরোধী দলের কাউন্সিলাররা ।
2021 সালের জানুয়ারি মাসে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে একটি জেনারেল ডায়েরি করা হয়েছিল । সেই জেনারেল ডায়েরিতে অভিযোগ করা হয়, আসানসোল পৌরনিগমের কুলটি বরো অফিসে 87 লক্ষ টাকা গরমিল ধরা পড়েছে । যে টাকা বিভিন্ন ট্যাক্স কিংবা অন্যান্য খাতে আদায় হয়েছিল কুলটি বরো অফিস । অভিযোগ, সেই টাকা আসানসোল পৌরনিগমের অর্থ দফতরে জমা পড়েনি । এর পিছনে বিরাট বড় দুর্নীতি রয়েছে বলে বিরোধী কাউন্সিলরদের দাবি । সম্প্রতি আসানসোল পৌরনিগমের বোর্ড মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন কংগ্রেস কাউন্সিলর গুলাম সরোবর । তাঁর এই দাবি শুনেই চমকে গিয়েছেন মেয়র থেকে শুরু করে বর্তমান পৌর বোর্ডের সদস্যরা । বিষয়টি অনেকের কাছেই অজানা ।