বারাবনি, 23 জুন: রাজ্য পঞ্চায়েত ভোট নিয়ে যখন তোলপাড়, তখন মারাত্মক অভিযোগ উঠে এল পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লক থেকে। বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হরিমল নন্দীকে পানীয় জল নিতে বাধা দিচ্ছে তৃণমূল বলে অভিযোগ। দাবি, দিন কয়েক ধরে প্রায় নির্জলা হয়ে পড়ে আছে পরিবারটি। প্রতিবেশীদের দেওয়া জল থেকেই খানিক তৃষ্ণা নিবারণ করতে পারছেন ওই পরিবার। শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি প্রার্থীর ।
পঞ্চায়েত ভোটের শিরোনামে এবার প্রথম থেকে বারাবনি। চিরকালই রাজনৈতিক উত্তেজনাপ্রবণ এলাকা বারাবনি বিধানসভা। বারাবনি ব্লকে পঞ্চায়েতের মনোনয়ন শুরু হতেই সিপিএম প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছিল। ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পরবর্তীকালে অবশ্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ঠিকঠাক ভাবে হয়।
কিন্তু পরবর্তী সময়ে শাসক দলের বিরূদ্ধে মনোনয়ন তুলে নিতে প্রার্থীদের নানান ভাবে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তারপরও যে প্রার্থীরা হুমকি না শুনে মনোনয়ন প্রত্যাহার করেননি, তাঁদের উপর অত্যাচার নেমে এসেছে বলে অভিযোগ। বারাবনির জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হরিমল নন্দী। শাসকের হুমকির কাছেও মাথানত না করে মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে তাঁর এবং তাঁর পরিবারের উপর নেমে এসেছে অত্যাচার ।