আসানসোল, 23 জানুয়ারি : পৌরভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ আর চড়ছে আসানসোলে । এবার বিজেপি প্রার্থী'কে মারধর (attack on BJP candidate in Asansol) করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । শনিবার রাতে 41 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর'কে একা পেয়ে তৃণমূল কর্মীরা মারধোর করে বলে অভিযোগ । গোটা ঘটনার প্রেক্ষিতে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে । পুলিশ ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ।
জানা গিয়েছে, শনিবার রাতে এক দলীয় কর্মীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে যাচ্ছিলেন 41 ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর । অভিযোগ আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সুকান্ত ময়দান এলাকায় অন্ধকার একটি জায়গায় ভৃগু ঠাকুরকে একা দেখতে পেয়ে প্রায় কুড়িজন যুবক তাঁকে ঘিরে ধরে । এরপর তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাচ দেওয়া শুরু হয় ৷ মারধরও করা হয় তাঁকে ৷ মুখের বিভিন্ন অংশে তাঁর আঘাত লেগেছে ।