আসানসোল, 2 এপ্রিল : আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । আর তাই ভোট প্রচারে মাইক ব্যবহারের বিধিনিষেধ রয়েছে । মাইক বাজানো যাবে না বলে নির্দেশও দেওয়া হয়েছে । অথচ সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল মাইক বাজিয়ে নিজের প্রচার করলেন বলে অভিযোগ উঠছে (Agnimitra Violates Model Code ) ।
শুক্রবার রাতে আসানসোলের রেলপার আমবাগান এলাকা থেকে তার প্রচার শুরু হয় । শেষ হয় ধাদকা তপসি বাবার মন্দিরে গিয়ে । অভিযোগ উঠছে তার প্রচারে মাইক বাজানো হয়েছে । শুধু তাই নয়, তার সঙ্গে ঢাকঢোল বাজিয়ে জমজমাট করে প্রচারও করেছেন তিনি । ঢাকঢোলের আওয়াজ এবং মাইকের আওয়াজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মনসংযোগ ব্যাঘাত ঘটতে পারে । আর তাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই মাঝপথে এসে নির্বাচন কমিশনের লোকেরা এসে অগ্নিমিত্রাকে মাইক বন্ধ করতে অনুরোধ করেন । অবশ্য তারপর আর মাইক বাজেনি । কিন্তু গোটা রাস্তা ঢাকঢোল বেজেছে ।