পানাগড়, 6 এপ্রিল:পানীয় জলের বোতল বিক্রি করে বিপাকে পড়েছেন পানাগড়ের এক ব্যবসায়ী (Panagarh businessman trouble after selling bottle of drinking water)। কারণ বোতলের ভেতর মিলেছে শ্য়াওলা ৷ সেই জল খেয়ে অসুস্থ বেশ কয়েকজন ৷
পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই পানাগড় বাইপাস লাগোয়া একটি চায়ের দোকানের মালিকের অভিযোগ একটি জল কোম্পানির কাছ থেকে পানীয় জলের বোতল কেনেন ৷ মঙ্গলবার বেশ কিছু জলের বোতল তিনি বিক্রি করেন। তারই মধ্যে এলাকার বেশ কিছু ক্রেতা তাঁকে এসে অভিযোগ করেন বিক্রি করা জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন। জল খেয়ে অসুস্থ হয়ে পড়া ক্রেতারা ওই দোকানদারের কাছে চিকিৎসার খরচ চাইতে আসছে। বিষয়টা শোনার পরেই দোকান মালিক দেখেন সত্যি সত্যিই জলের বোতলের ভিতরে শ্যাওলা জমে রয়েছে। একটা দুটো নয়, প্রায় সব কটি বোতলের জলের মধ্যেই একই অবস্থা। ওই পানীয় জলের কোম্পানির দেওয়া নম্বরে ফোন করলে উল্টে তারা যা খুশি করে নেওয়ার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। সমগ্র পানাগড় বাজার জুড়ে অধিকাংশ দোকানেই একই অবস্থা বলে অভিযোগ তাঁর।