পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Alcoholic Beverage : জেলা জুড়ে বিয়ারের আকাল, প্রাণ ওষ্ঠাগত পানাসক্তদের

গত কয়েকদিন ধরে বার কিংবা অফ শপ, সোনালি পানীয় মিলছে না কোথাওই ৷ প্রচণ্ড গরমে যাঁরা বিয়ারে মজে থাকতে চান তাঁরা পড়েছেন বিপাকে (Alcoholic drink is not available in Asansol) ।

Alcoholic Beverage News
জেলা জুড়ে বিয়ারের আকাল, প্রাণ ওষ্ঠাগত পানাসক্তদের

By

Published : Apr 28, 2022, 8:47 PM IST

আসানসোল, 28 এপ্রিল : "প্রচণ্ড দাবদাহে স্তব্ধ গোটা পাড়া ৷ হঠাৎ শুনি ভরদুপুরে দরজায় কড়া নাড়া ৷ অবনী ফ্রিজে বিয়ার আছে ?" জেলাজুড়ে মদিরার আকালে শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতার লাইনের আদলেই ফেসবুকে আক্ষেপ ঝরাচ্ছেন সুরারসিকরা (Alcoholic Beverage is not available in Asansol ) ৷

তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে প্রায় 44 ডিগ্রি ছুঁইছুঁই । প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে পানরসিকদের একমাত্র ভরসা সোনালি পানীয় ৷ দিনের শেষে হাতে পানীয়ের গ্লাস নিয়েই দুশ্চিন্তা ও কাজের ক্লান্তির পাশাপাশি তাপমাত্রা বাড়বাড়ন্তেও স্বস্তি পান সুরাসক্তরা ৷ গত কয়েকদিন ধরে বার কিংবা অফ শপ, সোনালি পানীয় মিলছে না কোথাওই ৷ ফলে 'মদিরা রস' থেকে বঞ্চিত তাঁরা ৷ বাজারে ঘুরে জানা গেল, সামান্য কিছু বিয়ার আসছে ৷ তবে ক্রেতারা মনের মত ব্র‍্যান্ড পাচ্ছেন না।।

জেলা জুড়ে বিয়ারের আকাল, প্রাণ ওষ্ঠাগত পানাসক্তদের

আরও পড়ুন : গরমে হাঁসফাঁস করছে শহরবাসী, তাই লাফিয়ে বাড়ছে বিয়ারের বিক্রি

অন্যদিকে এই আকালে চলছে এন্তার কালোবাজারি। 120 টাকা প্রিন্ট রেটের বিয়ার পানশালায় বিকোচ্ছে 200 টাকা থেকে 220 টাকায়। অনেকের ধারণা মে মাসের প্রথম সপ্তাহ থেকে বিয়ারের জোগান আবার আগের মত হবে। এই আশা নিয়েই অপেক্ষায় পানরসিকরা । তবে এই গরমে কবে তাঁরা ঠান্ডা সোনালি পানীয়তে গলা ভেজাবেন, সেদিকেই চেয়ে প্রত্যেকে ।

ABOUT THE AUTHOR

...view details