দুর্গাপুর, 3 ডিসেম্বর : একদিকে নবান্নর তরফে করোনার বিধিনিষেধ লাগু করা হচ্ছে ৷ ঠিক সেই সময় রবিবার সন্ধ্যায় প্রশাসনের বিধিনিষেধকে উপেক্ষা করে বুদবুদে 39 তম কৃষি ও স্বাস্থ্য মেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ (Agriculture and Health Fair Organised in Covid Restriction) ৷ যা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মন্ত্রীর জবাব, নির্দেশ আসলে মেলা বন্ধ করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, নবান্নের তরফে মেলা আয়োজন নিয়ে নির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকলেও, যে কোনও প্রকার সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে 50 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে ৷ এমনকি মিটিং মিছিলেও 200 জনের বেশি অংশ নিতে পারবে না ৷ স্কুল-কলেজ বন্ধ হলেও বুদবুদে মেলার উদ্বোধন করলেন মন্ত্রী ৷ তাও নবান্নের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ আরোপের পরে ৷ যা করোনা নিয়ন্ত্রণে প্রশাসনিক সদিচ্ছায় সবচেয়ে বড় প্রশ্ন !
প্রতি বছরই বুদবুদের মহাকালী হাইস্কুলের মাঠে কৃষি ও স্বাস্থ্য মেলার আয়োজন করা হয় ৷ কিন্তু, নবান্নের তরফে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আগাম বিধিনিষেধ আরোপের পরেও, দুর্গাপুরে আস্ত একটা মেলা চালু করা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ যেখানে ভীড় নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই প্রশাসনের তরফে দেখা গেল না ৷ আর যে মেলার উদ্বোধন করলেন কি না, রাজ্যের মন্ত্রী ৷ ক্ষুদ্র, মাঝারি ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ রবিবার সন্ধ্যায় বুদবুদে কৃষি ও স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন ৷ কিন্তু, যে মেলায় অংশ নিলে করোনার সংক্রমণ বাড়বে বই কমবে না, তা কেমন স্বাস্থ্য মেলা ? যে প্রশ্নের জবাব কারও কাছে নেই ৷