দুর্গাপুর, 20 অক্টোবর : কোরোনা আতঙ্কে দীর্ঘদিন গৃহবন্দী সকলে ৷ তারই মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ গতকাল হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মণ্ডপে দর্শনার্থীরা আসতে পারবে না । তবে তার আগে দ্বিতীয়া থেকে অনেক প্যান্ডেলে দর্শনার্থীদের দেখা যায় ।
মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজ়ার নিয়ে ঘুরতে মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল দর্শনার্থীদের ৷ এমন ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলার অন্যতম সেরা দুর্গোৎসব অগ্রণী সাংস্কৃতিক পরিষদে ৷ 53 তম বর্ষে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ বিগ বাজেটের পুজো করে মানুষের নজর না কেড়ে অতিমারিতে কম বাজেটে পুজো সারার সিদ্ধান্ত নিয়েছে ৷ তাই কাগজ, রংবেরঙের রেকসিন ,থার্মো কল ,মাউন্ট বোর্ড দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছে । সঙ্গে "সোনার পুতুল" প্রতিমা ৷