পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agnimitra Paul: চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা শ্যামাপ্রসাদের নামে হোক, অগ্নিমিত্রার প্রস্তাবে বিতর্ক - Chittaranjan rail engine factory

ফের ইতিহাস বদলের সুর ? চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে শ্যামাপ্রসাদের নামে করার মন্তব্য অগ্নিমিত্রার ৷ আর তা নিয়েই আন্দোলনে নামছে বাংলা পক্ষ ৷

ETV Bharat
অগ্নিমিত্রা পল

By

Published : May 4, 2023, 8:33 PM IST

অগ্নিমিত্রার বক্তব্য

আসানসোল, 4 মে: চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হোক । এমনই প্রস্তাব রেলমন্ত্রীর কাছে পাঠাবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । সম্প্রতি তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভ পরিদর্শনে গিয়ে সেখানকার আধিকারিকদের এমন কথাই জানিয়ে এসেছেন । আর অগ্নিমিত্রার এই প্রস্তাবের কথা জানাজানি হতেই বিতর্কে সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে । এমনকি এই প্রস্তাবের বিরোধিতা করে আন্দোলনে নামতে চলেছে বাংলা পক্ষ ।

সম্প্রতি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় গিয়েছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল । রেলইঞ্জিন কারখানা পরিদর্শন করার পাশাপাশি তিনি রেল আধিকারিকদের জানান, বিশেষ ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে তাদের মনসংযোগ করতে হবে । বন্দে ভারত রেল ইঞ্জিন নির্মাণের বরাত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে দেওয়ার বিষয়ে রেল মন্ত্রকের সঙ্গে কথাও বলবেন বলে আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা ।

পাশাপাশি অগ্নিমিত্রা পল রেল আধিকারিকদের বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই এই রেলইঞ্জিন কারখানা । আর তাই এই কারখানাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হোক এবং এই বিষয়ে আমি রেলমন্ত্রীকে প্রস্তাব জানাব । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তিও স্থাপিত হোক চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার চত্বরে ।"

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি নিয়ে বিতর্ক না হলেও, দেশবন্ধু চিত্তরঞ্জনের নামে নামাঙ্কিত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হবে এমন প্রস্তাবে বিতর্কে ঝড় উঠেছে । সালানপুরে তৃণমূল নেতা ভোলা সিং বলেন, "ওরা তো সবকিছুই বদলে দিচ্ছে । প্রয়োজনে এবার ইন্ডিয়ার নামও বদলে দিক । দেশের নামটা বদলে দিতে পারলে ওরা বোধহয় বেঁচে যায় । ইতিহাস বদলে দিচ্ছে । আগামী প্রজন্মের কাছে আমরা কোন ইতিহাস তুলে ধরব ? ওরা কাজ করে না । ওরা শুধু নাম বদল করে । সদিচ্ছা থাকলে কাজ করে দেখাক ।"

চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানাকে বিলগ্নিকরণ করার জন্য রেলমন্ত্রকে প্রস্তাব উঠেছিল । তা নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে । চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি অগ্নিমিত্রা পল বরং বিলগ্নিকরণের বিরুদ্ধে গিয়ে রেল মন্ত্রকের কাছে আবেদন করুন । তাতে এই কারখানা বাঁচবে । নাম বদল নিয়ে তাঁর এত মাথাব্যথা কেন ? অন্যদিকে অগ্নিমিত্রার প্রস্তাবের বিরোধিতা করে আগামী 6 মে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা চত্বরে আন্দোলনে নামছে বাংলা পক্ষ । সংগঠনের শীর্ষ নেতা গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন হবে । বাংলা পক্ষের হুঁশিয়ারি, কোনওমতেই দেশবন্ধুর নামাঙ্কিত চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানাকে শ্যামাপ্রসাদের নামে হতে দেবেন না তাঁরা ।

আরও পড়ুন :একদিনে 12টি রেল ইঞ্জিন তৈরি করে রেকর্ড চিত্তরঞ্জন কারখানার

ABOUT THE AUTHOR

...view details