কলকাতা, 8 ডিসেম্বর:আশ্চর্য সমাপতন ! 2020 সালে আট ডিসেম্বর গোটা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে । সাংবাদিকদের দু'পয়সার সাংবাদিক বলে সম্বোধন করেছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র । তারই প্রতিবাদে আট ডিসেম্বর গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সাংবাদিকরা । কলকাতা প্রেস ক্লাব নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিল । আজ তিন বছর পেরিয়ে সেই আট ডিসেম্বরেই মহুয়া মৈত্র সংসদ থেকে বহিস্কৃত হলেন । খারিজ হল সাংসদ পদ ।
কী ঘটেছিল 2020 সালে ?
2020 সালের 7 ডিসেম্বর নদিয়ার গয়েশপুরে কর্মিসভায় গিয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র । সেখানে কয়েকজন সাংবাদিককে দেখে তাঁর উক্তি ছিল "কারা এই দু'পয়সার প্রেসকে ভেতরে ডেকেছে ।" মহুয়া মৈত্রের এই উক্তি ছড়িয়ে পড়তেই তার পরের দিন অর্থাৎ আট ডিসেম্বর থেকে প্রতিবাদের ঝড় বইতে শুরু করে । কলকাতার পাশাপাশি জেলায় জেলায় সাংবাদিকরা প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান । বিভিন্ন জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয় । পোড়ানো হয় সাংসদের কুশপুতুল ।
কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয় । তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান-সহ অনেকেই মহুয়া মৈত্রের সেই উক্তির নিন্দা করেন । রুদ্রনীল ঘোষ-সহ আরও অনেক অভিনেতা, বুদ্ধিজীবীরা গর্জে ওঠেন । মহুয়া মিত্রের বিরুদ্ধে গান বাঁধেন ইটিভি ভারতের আসানসোলের সাংবাদিক তারক চট্টোপাধ্যায় । সেই গান সমস্ত টিভি ও সোশাল মিডিয়ায় ছেয়ে যায় । মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই গান । অনেক টিভি চ্যানেল ঘোষণা করে বয়কট করে মহুয়া মৈত্রকে । সেই ঘটনার 2 বছর পরে তাঁর ওই উক্তি সংক্রান্ত মামলায় ব্যাংকশাল কোর্টও সমন জারি করেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে ।
কাট টু আট ডিসেম্বর 2023 । এথিক্স কমিটির রিপোর্টেই শেষ পর্যন্ত শিলমোহর দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা । শুক্রবার ধ্বনি ভোটে সাংসদ পদ খারিজ হল মহুয়া মৈত্রের । লোকসভার বাইরে ক্ষোভে ফেটে পড়েন বহিষ্কৃত সাংসদ । ঠিক যেভাবে তাঁর বিরুদ্ধে এই দিনেই ক্ষোভে ফেটে পড়েছিল তামাম সাংবাদিক কূল । আশ্চর্য সমাপতন ।
এ প্রসঙ্গে মহুয়ার বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তাঁর কথায়, "ঔদ্ধত্যের পতন তো হবেই । মহুয়া মৈত্র যে ভাবে ভগবানের অপমান করেছেন, মা কালীর অপমান করেছেন, সংসদের অপমান করেছেন, এথিক্স কমিটির অপমান করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তো অপমান করেইছেন । শুধু তাই নয়, সাংবাদিকদেরও অপমান করেছেন । তাই তার পতন তো হবেই । আজকেও তিনি যখন সংসদে ঢুকছেন তখন তিনি নিজেকে মা দুর্গা বলছেন । এত তাঁর ঔদ্ধত্য । আইনের ঊধ্বে কেউ নয় । উনি তো দেশের সঙ্গে গদ্দারি করেছেন । সিবিআই তদন্ত শুরু হয়েছে । তাঁর জেল হবে ।"
আরও পড়ুন:
- বহিষ্কারের দিনই মহুয়াকে কার্যত চব্বিশের প্রার্থী করার কথা ঘোষণা মমতার
- 'এবার সিবিআই যাবে বাড়িতে, হেনস্তা হবে'; সাংসদ পদ খারিজ হতেই ক্ষোভ উগড়ে দিলেন মহুয়া
- এথিক্স কমিটির সুপারিশ মেনেই বহিষ্কৃত মহুয়া, বিরোধীদের বিক্ষোভে উত্তাল লোকসভা