পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Water Crisis at Asansol : জলের হাহাকার মেটাতে ট্যাঙ্কার এনে দুয়ারে জল, ভোটের মুখে পৌরনিগমকে তোপ অগ্নিমিত্রার - আসানসোল উপনির্বাচন 2022

ভোটের বাকি আর প্রায় তিনদিন ৷ তার আগে আসানসোলে জলসংকট (Water Crisis at Asansol) মেটাতে বাইরে থেকে ট্যাঙ্কার এনে জলদান পৌরনিগমের ৷ আর একেই কটাক্ষ করে সুর তৃণমূল পরিচালিত পৌরনিগমের বিরু্দ্ধে সুর চড়ালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷

asansol
আসানসোল

By

Published : Apr 7, 2022, 8:33 PM IST

আসানসোল, 7 এপ্রিল : বিগত কয়েকদিন ধরেই আসানসোলের বিভিন্ন এলাকায় পানীয় জলের হাহাকার চলছে (Asansol News)। বেশ কিছু কারিগরি সমস্যার কারণে পৌরনিগমের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পৌঁছচ্ছে না । একদিকে প্রচণ্ড গরম ও রমজান মাস । সেই কারণে কলকাতা, ব্যারাকপুর, বরানগর ও দুর্গাপুর-সহ বিভিন্ন পৌরসভা থেকে ট্যাঙ্কার এনে মানুষের দুয়ারে জল পৌঁছনোর চেষ্টা করছে আসানসোল পৌরনিগম । আর ভোটের মুখে (Asansol Bye Poll 2022) পৌরনিগমের এই জলদানকে কটাক্ষ করেন আসানসোলের উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul Mocked the Water Supply of Asansol Corporation Just Before Election) ।

তাঁর দাবি, "ভোটের আগে মানুষকে প্রভাবিত করতেই এরকমভাবে জল পৌঁছনো হচ্ছে । কেন্দ্রের 400 কোটি টাকার অম্রুত প্রকল্প কোথায় গেল । প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছনোর কথা ছিল আসানসোল পৌরনিগমের । সব দিক দিয়েই অপদার্থ এই পৌরনিগম । আর আড়াই দিন পর ভোট ৷ তাই এইসব করে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল ৷ ভোট মিটে গেলেই জল দেওয়া বন্ধ হয়ে যাবে ৷"

ভোটের মুখে জল দেওয়া নিয়ে যা বলছেন বিজেপি প্রার্থী ও চেয়ারম্যান

যদিও এই বিষয়ে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "বিরোধীদের কাজ বিরোধিতা করা ৷ তাঁরা সেটাই করছেন ৷ এই সংকটকালে আমরা যখন বিভিন্ন পৌরসভা থেকে ট্যাঙ্কার এনে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, তখন বিরোধীদের এই আচরণে আমরা খুব হতাশ । তবে আসানসোলবাসীর কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ।"

আরও পড়ুন :Drinking Water Problem: পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা, বোতল বিক্রি করে বিপাকে ব্যবসায়ী

ABOUT THE AUTHOR

...view details