আসানসোল, 7 এপ্রিল : বিগত কয়েকদিন ধরেই আসানসোলের বিভিন্ন এলাকায় পানীয় জলের হাহাকার চলছে (Asansol News)। বেশ কিছু কারিগরি সমস্যার কারণে পৌরনিগমের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পৌঁছচ্ছে না । একদিকে প্রচণ্ড গরম ও রমজান মাস । সেই কারণে কলকাতা, ব্যারাকপুর, বরানগর ও দুর্গাপুর-সহ বিভিন্ন পৌরসভা থেকে ট্যাঙ্কার এনে মানুষের দুয়ারে জল পৌঁছনোর চেষ্টা করছে আসানসোল পৌরনিগম । আর ভোটের মুখে (Asansol Bye Poll 2022) পৌরনিগমের এই জলদানকে কটাক্ষ করেন আসানসোলের উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul Mocked the Water Supply of Asansol Corporation Just Before Election) ।
তাঁর দাবি, "ভোটের আগে মানুষকে প্রভাবিত করতেই এরকমভাবে জল পৌঁছনো হচ্ছে । কেন্দ্রের 400 কোটি টাকার অম্রুত প্রকল্প কোথায় গেল । প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছনোর কথা ছিল আসানসোল পৌরনিগমের । সব দিক দিয়েই অপদার্থ এই পৌরনিগম । আর আড়াই দিন পর ভোট ৷ তাই এইসব করে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল ৷ ভোট মিটে গেলেই জল দেওয়া বন্ধ হয়ে যাবে ৷"