দুর্গাপুর, ৫ নভেম্বর: রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শনিবার দাবি করেছেন, "সরকারের জনমুখী প্রকল্পের জন্য ডিএ দিতে দেরি হচ্ছে । কর্মচারীদের যেমন সরকারের দেখা উচিত ঠিক তেমনি গরিব মানুষদেরও দুবেলা খাবার পৌঁছে দেওয়া প্রয়োজন ।" এই প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul criticises WB Govt)৷
শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের এসবি মোড়ে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন,"এমার্জেন্সির দিকে এগোচ্ছে সরকার ৷ আজ ডিএ দিতে পারবে না, দু'দিন পর মাইনেও দিতে পারবে না, এই সরকার আর থাকবে না ।" পঞ্চায়েত ভোট প্রসঙ্গে এদিন তিনি বলেন,"রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে রক্ত গঙ্গা বয়ে যাবে । 2018 সালে যেমন হয়েছিল ঠিক সেই রকমই ঘটনা ঘটবে ।"