আসানসোল, 26 এপ্রিল:এবার বাক সংঘাতে জড়ালেন তৃণমূল বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ও আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । দু'দিন আগেই আসানসোলে এসে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছিলেন, "অগ্নিমিত্রাকে আমিই রাজনীতিতে এনেছিলাম, ওনার সৌজন্যবোধও নেই ।" বুধবার এর পালটা বাবুল সুপ্রিয়কে 'গদ্দার' বলে সম্বোধন করেছেন অগ্নিমিত্রা পল ৷
এদিন অগ্নিমিত্রা বলেন, "বাবুল আসানসোলবাসী ও বিজেপির সঙ্গে গদ্দারি করেছেন ।" বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটে জিতে আসানসোলের সাংসদ থাকাকালীন কুমারপুরে একটি রেলওভার ব্রিজের কাজ শুরু করিয়েছিলেন । কিন্তু তিনি বিজেপি ছেড়ে দেওয়ার পর সেই কাজ মন্থর গতিতে চলছিল বলে অভিযোগ । সেই কাজের অগ্রগতি দেখতে বাবুল দিনকয়েক আগে আসানসোল এসেছিলেন । প্রসঙ্গত, এই রেলওভার ব্রিজের কাজ নিয়ে আসানসোল দক্ষিনের বিধায়ক অগ্নিমিত্রা পাল কয়েক মাস আগে মন্তব্য করেছিলেন, মার্চ মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে । কিন্তু মার্চ শেষ হয়ে গেলেও সেই কাজ শেষ হয়নি ।
এই বিষয় নিয়ে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করা হলে তিনি অগ্নিমিত্রাকে কটাক্ষ করে বলেন, "রেল সেতু নিয়ে উনি কিছুই জানেন না । আগে উনি একটু পড়াশোনা করুন । বিজেপিতে ওনাকে আমিই নিয়ে এসেছিলাম। উনি আমার সম্পর্কে অনেক মন্তব্য করছেন। ওনার কোনও সৌজন্যবোধ নেই ।"