পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলায় কতজন কোরোনায় আক্রান্ত জানাচ্ছে না প্রশাসন, আসানসোলে বিক্ষোভ বামেদের

পশ্চিম বর্ধমানে কতজন কোরোনায় আক্রান্ত হয়েছে তা জানাচ্ছে না প্রশাসন । এই অভিযোগে আজ আসানসোলে বিক্ষোভ দেখাল বাম নেতৃত্ব ৷

By

Published : Apr 15, 2020, 4:31 PM IST

Updated : Apr 15, 2020, 5:01 PM IST

বামেদের বিক্ষোভ
বামেদের বিক্ষোভ

আসানসোল, 15 এপ্রিল : কোরোনা সংক্রান্ত তথ্য গোপন করছে সরকার ৷ সঠিক অর্থে পরীক্ষা হচ্ছে না ৷ এই অভিযোগ করেছেন অনেকেই ৷ এবার কোরোনা সংক্রান্ত সঠিক তথ্য জানতে আসানসোলে বিক্ষোভ দেখালেন বাম কর্মী-সমর্থকরা ৷ জেলায় কতজন কোরোনায় আক্রান্ত তা প্রশাসন জানাচ্ছে না বলে অভিযোগ ৷

আসানসোলের কোর্ট মোড়ে CPI(M)-এর পক্ষ থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এই বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভে যোগ দেন বাম মহিলা সমিতি ও ট্রেড ইউনিয়নের সদস্যরাও ৷ রাজ্যে বর্তমানে কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা কত, কতজন মারা গিয়েছেন, সেই সব তথ্য গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা ৷ শুধু তাই নয়, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও রোগীদের টেস্টের রিপোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে না বলে অভিযোগ ৷

বাম ট্রেড ইউনিয়ন নেতা সত্য চট্টোপাধ্যায় জানান, "আমরা রাজ্য সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ৷ কিন্তু, ব়্যাপিড টেস্টের মাধ্যমে কোরোনা রোগী চিহ্নিত করার ক্ষেত্রে সরকার গাফিলতি করছে ৷ মৃতের সংখ্যাও তারা লুকোচ্ছে ৷"

Last Updated : Apr 15, 2020, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details