পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মরজিমাফিক চলছে রেশন দোকান, বিক্ষোভ গ্রাহকদের - আসানসোল খবর

জিনিসপত্রের দাম বেশি নেন । দেন না রশিদও । এরকম একাধিক অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল শ্রীপুর এলাকার বাসিন্দারা ।

agitation of beneficiaries on arbitrariness of ration dealers
কুলটিতে মনমর্জি মাফিক রেশন দোকান

By

Published : Jun 1, 2020, 7:10 PM IST

আসানসোল, 1 জুন : রেশন ডিলার মনমরজি মাফিক দোকান খুলছে। জিনিসপত্রের দাম ঠিক নেই। উপরন্ত গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। আর এই অভিযোগে বিক্ষোভ দেখাল কুলটির শ্রীপুর এলাকার বাসিন্দারা । শুধু তাই নয় রেশন ডিলারের অপসারণ দাবিও তোলে গ্রাহকরা ।

আসানসোল পৌর নিগমের 72 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীপুর এলাকায় দীর্ঘদিন ধরেই রেশন ডিলার সুবোধ চন্দ্র মাজিকে নিয়ে অভিযোগ করে আসছে এলাকাবাসী । আজ এলাকার লোকজন একজোট হয়ে ক্ষোভে ফেটে পড়ে । রেশন দোকান খুলতেই গ্রাহকরা বিক্ষোভ দেখায় । তারা রেশন ডিলারের অপসারণের দাবি জানায় । স্থানীয় বাসিন্দা ধীমান মুখোপাধ্যায়, প্রভাত মাজিরা জানান, এই রেশন ডিলারের দোকান খোলার কোনও নির্দিষ্ট নিয়ম নেই । সকাল 6 টা থেকে গ্রাহকরা লাইন দিয়ে থাকলেও দোকান খোলেন ১১ টায় । অন্য গ্রামের রেশন দোকানে জিনিসের যা দাম, তার থেকে বেশি দাম নেন এই রেশন ডিলার । উপরন্তু কোনও রশিদ দেন না । রশিদ চাইতে গেলে দুর্ব্যবহার করেন ।

কুলটিতে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের

যদিও রেশন ডিলার সুবোধ চন্দ্র মাজি জানান, আমরা যারা পুরোনো দামে মাল কিনেছি তারা পুরোনো দামেই বেচছি। তবে রশিদ না দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন ওই রেশন ডিলার । জানিয়েছেন, আগামী দিনে এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না । রেশন ডিলারের আশ্বাস পাওয়ার পর বাসিন্দারা বিক্ষোভ তুলে নেয় ।

ABOUT THE AUTHOR

...view details