পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kanksa Murder Case: মামিশাশুড়িকে কুপ্রস্তাব ! জানাজানি হতেই মামাশ্বশুরকে খুন, এক বছর পর গ্রেফতার ভাগ্নিজামাই - এক বছর পর গ্রেফতার ভাগ্নিজামাই

মামিশাশুড়িকে কুপ্রস্তাবের কথা জানাজানি হতেই ভাগ্নিজামাইয়ের হাতে খুন মামাশ্বশুর । প্রায় এক বছর আগে পাথর দিয়ে থেঁতলে কাঁকসার জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল দেহ । শেষমেষ পুলিশি তদন্তে ধরা পড়লেন অভিযুক্ত ৷ দুর্গাপুর মহকুমা আদালতে সোমবার তোলা হয় ধৃতকে ।

Kanksa Murser Case
এক বছর পর গ্রেফতার ভাগ্নিজামাই

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 6:34 PM IST

দুর্গাপুর, 2 অক্টোবর:মামিশাশুড়িকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ৷ আর এই ঘটনা জানাজানি হতেই মামাশ্বশুরকে পাথর দিয়ে থেঁতলে খুন করেন ভাগ্নি জামাই ! এক বছর পর খুনের কিনারা করল কাঁকসা থানার পুলিশ ৷ ঘটনায় রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় ৷ সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠিয়েছে কাঁকসা থানার পুলিশ ।

জানা গিয়েছে, গত বছর কালীপুজোর দিন ভালুককোঁন্দার জঙ্গলে কাঁকসার রুপগঞ্জের 39 বছর বয়সি পিন্টু বাউরির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় । এর সঙ্গে উদ্ধার হয় তাঁর নতুন বাইকও । ঘটনায় পুলিশ তদন্তে নেমে রবিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ধবনি থেকে গ্রেফতার করেছে ভাগ্নিজামাই শ্যামল বাউরিকে ।

পুলিশ সূত্রে খবর, পিন্টুর ভাগ্নিজামাই শ্যামল তাঁর স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতেন । সেই ঘটনা জানাজানি হওয়ার পরেই প্রতিবাদ করেন পিন্টু । এরপরেই পিন্টু বাউরিকে ভালুকোঁন্দার জঙ্গলে ডাকেন শ্যামল ৷ তারপর সেখানে পাথর দিয়ে থেঁতলে তাঁকে খুন করে ভাগ্নিজামাই বলে অভিযোগ । এমনকী খুনের কথাও পিন্টু বাউরির স্ত্রীকে ফোন করে জানায় অভিযুক্ত । ‌ অভিযোগ, মামিশাশুড়িকে হুমকিও দেওয়া হয়, কাউকে এ কথা জানালে তাঁর পরিবারকেও খুন করে দেওয়া হবে । মামিশাশুড়ি বলেন, "আমার স্বামীকে খুনের পরে ভাগ্নিজামাই বারবার হুমকি দিত ৷ সে বলত এই ঘটনার কথা কাউকে জানালে আমার সন্তানকেও মেরে ফেলবে ।

আরও পড়ুন:জমি বিবাদে দেওয়ারির এক পরিবারের পাঁচ সদস্য-সহ ছ’জনকে খুন

সোমবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলার সময় তিনি নিজেকে নিরপরাধ বলে দাবি করেন । পুলিশ অভিযুক্ত শ্যামল বাউরিকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে । স্বামীকে হারানোর পর সন্তানকে হারানোর ভয়েই কি ওই মহিলা এতদিন চুপ ছিলেন? নাকি এর নেপথ্য রয়েছে অন্য কোনও কারণ? সবকিছুই খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details