পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 13, 2021, 5:21 PM IST

Updated : Jun 13, 2021, 5:40 PM IST

ETV Bharat / state

নিউটাউন ও মালদার ঘটনা থেকে শিক্ষা, সতর্ক কাঁকসা থানার পুলিশ

নিউটাউনে এনকাউন্টার কাণ্ডের পর সতর্ক আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা ৷ পানাগড়ের রাজ্য সড়ক ও ২নং জাতীয় সড়কের ধারে যেসকল হোটেল, লজ ও ধাবা আছে সেই সব ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন এসিপি এবং আইসি ৷

সতর্ক কাঁকসা থানার পুলিশ
সতর্ক কাঁকসা থানার পুলিশ

দুর্গাপুর, ১৩ জুন: নিউটাউনে পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে রাজ্য পুলিশের এসটিএফ বাহিনীর এনকাউন্টারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা ৷ সিকিম,অসম-সহ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান গেটওয়ে কাঁকসা থানার পানাগড় ।

বায়ু সেনা ও সেনা ছাউনির ঘাঁটি, সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার তেল ও গ্যাস টার্মিনাল রয়েছে পানাগড়ে । এছাড়াও জাতীয় স্তরে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা রয়েছে এখানে । সেই কারণেই পানাগড়ে সবসময়ই বিভিন্ন রাজ্য থেকে অচেনা অজানা মানুষদের আনাগোনা লেগেই থাকে । তাই পানাগড়েও শুরু হয়েছে প্রশাসন‌ের বাড়তি নজরদারি ৷

পানাগড়ের রাজ্য সড়ক ও ২নং জাতীয় সড়কের ধারে যে সব হোটেল, লজ ও ধাবা আছে সেই সব হোটেল ও লজ মালিকদের নিয়ে জরুরি বৈঠক করেন কাঁকসা ও বুদবুদের এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় ও কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ । হোটেল ব্যবসায়ীদের বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি দেখলেই যেন প্রশাসন‌কে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ৷ এছাড়াও হোটেল,ধাবাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়।

হোটেলে থাকতে গেলে যে নথিপত্র লাগে সেগুলি নিয়ে যেন হোটেল ব্যবসায়ীরা সজাগ থাকেন ৷ পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ তৈরি করেছেন যেখানে কোনও হোটেল, ধাবাতে সন্দেহভাজন কেউ এলে তা ওই গ্রুপে জানিয়ে দেবেন হোটেল মালিকরা । কাঁকসা থানার এই বাড়তি সতর্কতায় খুশি হোটেল ব্যবসায়ীরা ৷

Last Updated : Jun 13, 2021, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details