দুর্গাপুর, 24 সেপ্টেম্বর: এবার বাংলার দুর্গাপুজো ইউনেসকোর (UNESCO)পক্ষ থেকে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে ৷ তারপরেই আলাদা রূপে পুজোর মণ্ডপগুলি সেজে উঠছে ৷ কলকাতার পরে এরাজ্যে প্রথম দুর্গাপুরে হতে চলেছে দুর্গাপুর কার্নিভাল। এবার দুর্গাপুরে দুর্গাপুজোর (Durga Puja of Durgapur) বিশেষ আকর্ষণ সেই কার্নিভাল (Puja Carnival)।
সেই কার্নিভাল নিয়েই দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনে প্রশাসনিক বৈঠক আয়োজিত হল শনিবার। এই কার্নিভালে দুর্গাপুরের 50টি পুজো কমিটি অংশ নিতে পারবে। 50 জন করে পুজো উদ্যোক্তারা অংশ নিতে পারবে। দুর্গাপুরের রাজীব গান্ধি মেমোরিয়াল ময়দান বা চিত্রালয় রথের মেলা ময়দান থেকে দুর্গাপুরের গান্ধি মোড় পর্যন্ত এই কার্নিভাল করা হবে। আগামী 7 অক্টোবর এই কার্নিভাল হবে। শুধু দুর্গাপুরই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হবে। শহরের অতি ব্যস্ততম রাস্তা সেই সময় থাকবে বন্ধ বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে বলেও জানান।