আসানসোল, 7 মার্চ: আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে দাঁড়াল অনুব্রত মণ্ডলের কনভয় (after eating snacks Anubrata Mondal visit kolkata )। সেখানে একটি ল্যাংচার দোকানে অনুব্রত মণ্ডল দু’টি কচুরি এবং একটি রসগোল্লা খেলেন। ওই দোকানেই সবুজ পাঞ্জাবি পরিহিত একজন দলীয় কর্মীর সঙ্গে অনুব্রত মণ্ডল কিছুক্ষণ বসে কথা বলেন । যদিও দু'জনের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি । তবে এই কথোপকথনের বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ।
রাজ্য যখন দোল উৎসবের আনন্দে মাতোয়ারা সেই সময়েই রাজ্য ছাড়ার সম্ভাবনা বীরভূমের দাপুটে নেতার ৷ দোলের দিন সকালেই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার পথ প্রশস্ত হয়েছে । কলকাতা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা । এদিন সকাল পৌনে সাতটা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা-জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি । অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিল পুলিশের দু‘টি এসকর্ট ভ্যান, একটি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ বর্ধমানের শক্তিগড় পর্যন্ত কোনও জায়গায় দাঁড়ায়নি অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া কনভয় । শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানে থামে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া কনভয় । সেখানে অনুব্রত মণ্ডল প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শৌচাগারে যান । তারপর ওই ল্যাংচার দোকানেই দু’টি কচুরি এবং একটি রসগোল্লা খেয়েছেন কেষ্ট । পাশাপাশি সবুজ পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির সঙ্গেও কিছুক্ষণ গল্প করেন অনুব্রত মণ্ডল ।