দুর্গাপুর, 21 অগস্ট : তালিবানদের দখলে তাঁর দেশ, সেখানেই তার আম্মা-আব্বাসহ বহু আত্মীয় পরিজনরা। তাদের জন্য চরম দুশ্চিন্তায় দিন কাটছে পানাগড়ের কাবুলিওয়ালা হাকিম খানের । তবুও এদেশ ছেড়ে আর আফগানিস্তানে ফিরে যেতে নারাজ কাবুলিওয়ালা ও তাঁর পরিবার।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের পাঠানপাড়াতে বসবাস করেন সুদূর আফগানিস্তান থেকে আসা হাকিম খান ও তাঁর পরিবার । আফগানিস্তানের কাবুল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে পত্তিকা গ্রামের বাসিন্দা হাকিম খান। দীর্ঘ কয়েকবছর ধরে ব্যবসায়িক সূত্রে এই দেশে রয়েছেন।
তাঁর এখানে বসবাস প্রায় পাঁচ বছর ধরে ৷ মেয়ে পড়ে তৃতীয় শ্রেণিতে ও চতুর্থ শ্রেণিতে রয়েছে ছেলে ৷ ছেলেমেয়ের পঠনপাঠন বিরুডিহা লালবাবা আশ্রম থেকে। দীর্ঘদিন ধরে এ রাজ্যে থাকার কারণে পরিবারসহ তিনি সুন্দর ভাবে বাংলা ভাষা শিখে ফেলেছেন । শুধু বাংলা ভাষা নয় বাংলার মানুষদের কাছের মানুষ হয়ে গিয়েছেন এই কাবুলিওয়ালা।
আফগানিস্তানে ফিরতে নারাজ কাঁকসার কাবুলিওয়ালা আরও পড়ুন :Asansol : দুঃস্থ মেধাবীদের পাশে লড়াই করে উঠে আসা চার যুবক
সেই কারণেই হাকিম খান এই দেশ ছেড়ে আফগানিস্তান আর ফিরে যেতে চায় না। আফগানিস্তানে হাকিম খানের মা, বাবা ও অন্যান্য পরিবারের সদস্যরা আছেন। তালিবানদের দখলে হাকিম খানের জন্মভূমি। তাই আম্মা-আব্বাসহ পরিবারের প্রিয়জনদের জন্য দুঃশ্চিন্তাতে আছেন এই কঠিন সময়ে। তিনি চাইছেন, তাদের দেশে যেন খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসে ।