দুর্গাপুর, 5 সেপ্টেম্বর: সোমবার, 5 সেপ্টেম্বর শেষ হল দুর্গাপুর পৌরনিগমের (Durgapur Municipal Corporation) বর্তমান বোর্ডের মেয়াদ ৷ এই পৌরনিগমের নির্বাচন যে নির্ধারিত সময়ে হবে না তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল । সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন হতে পারে । তাই আপাতত প্রশাসকমণ্ডলী দ্বারাই চলবে দুর্গাপুর পৌরনিগমের কাজকর্ম এই প্রশাসক মণ্ডলির চেয়ারপার্সন করা হয়েছে অনিন্দিতা মুখোপাধ্যায়কে (Anindita Mukherjee) ৷ তিনিই আগে এখানকার মেয়র ছিলেন (Administrator in Durgapur Municipal Corporation) ৷ ভাইস চেয়ারপার্সন করা হয়েছে ডেপুটি মেয়র থাকা অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে ।
এছাড়াও প্রশাসক মণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন, দীপঙ্কর লাহা, ধর্মেন্দ্র যাদব ও রাখি তিওয়ারি । তবে উল্লেখযোগ্য ভাবে এই প্রশাসকমন্ডলীর তালিকা থেকে বাদ পড়লেন শাসকদলের দু'বারের মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায় ৷ বাদ গিয়েছে পৌরনিগমের প্রাক্তন চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পালের নামও । অন্যদিকে, ডিএমসি'তে আনুষ্ঠানিকভাবে প্রশাসক বসানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা । সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার অভিযোগ করে বলেন, "ভোট লুটের বোর্ডের মেয়াদ শেষ হল । আমরা ধারাবাহিক আন্দোলন করছি সময়ে ভোটের দাবিতে । কিন্তু এই প্রশাসক বসানোর সিদ্ধান্ত কেন, তা সাধারণ মানুষের কাছে আর বলার দরকার নেই । এরা জানে এখন ভোট হলে ফলটা 43-0 হবে । শাসকদের বিরুদ্ধে গর্জে উঠবেন মানুষ । কারণ তাঁরা এর আগে পৌরনিগমের ভোট দিতে পারেননি । আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব ভোট করানোর দাবিতে ।"