পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দূষণের অভিযোগ, পোলট্রি ফার্ম বন্ধ করলেন আদিবাসীরা - দুর্গাপুরের হেতেডোবা শিল্পতালুক

দুর্গাপুরের হেতেডোবা শিল্পতালুকে কয়েক দশক আগে বেশ কিছু বেসরকারি স্পঞ্জ আয়রন ও ফেরো অ্যালয় কারখানার পাশাপাশি একটি পোলট্রি ফার্ম গড়ে ওঠে ৷ স্থানীয়দের অভিযোগ, এই ফার্ম থেকে ছড়াচ্ছে দূষণ ৷ দুর্গন্ধ গোটা এলাকায় ৷ বহুবার অভিযোগের পরও নেওয়া হয়নি কোনও ব্যবস্থা ৷ তাই ওই ফার্মে গিয়ে বিক্ষোভ দেখান আদিবাসীরা ৷ বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন তাঁরা ৷ ফার্ম থেকে বাইরে বের করে দেন কর্মীদের ৷

পোলট্রি ফার্ম বন্ধ করল আদিবাসীরা

By

Published : Nov 17, 2019, 8:24 PM IST

ফরিদপুর, 17 নভেম্বর : এলাকার পোলট্রি ফার্ম থেকে দূষণ ছড়াচ্ছে ৷ দুর্গন্ধে ঘরে থাকতে পারছেন না গ্রামের বাসিন্দারা ৷ এই দুর্গন্ধের কারণে পোকামাকড়, মাছির উপদ্রব বাড়ছে এলাকায় ৷ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা ৷ এই অভিযোগে আজ দুর্গাপুরের হেতেডোবায় আদিবাসীরা লাঠিসোঁটা অস্ত্র সহকারে প্রতিবাদ জানান ৷ নিজেরাই ফার্ম থেকে কর্মীদের বের করে দিয়ে বন্ধ করে দেন সেটি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ফরিদপুর থানার পুলিশ ৷

দুর্গাপুরের হেতেডোবা শিল্পতালুকে কয়েক দশক আগে বেশ কিছু বেসরকারি স্পঞ্জ আয়রন ও ফেরো অ্যালয় কারখানার পাশাপাশি একটি পোলট্রি ফার্ম গড়ে ওঠে ৷ শেখ আবু জাফর নামে বেনাচিতি বাজারের বাসিন্দা ওই ফার্মের কর্ণধার ৷ এখানে মুরগি ছানা ছাড়া ডিমও উৎপাদন হয় ৷ ফার্মের পাশেই আদিবাসী পাড়া ৷ রয়েছে জনবসতি ৷ স্থানীয়দের অভিযোগ, এই ফার্ম থেকে ছড়াচ্ছে দূষণ ৷ বহুবার অভিযোগের পরও নেওয়া হয়নি কোনও ব্যবস্থা ৷ তাই ওই ফার্মে গিয়ে বিক্ষোভ দেখান আদিবাসীরা ৷ বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন তাঁরা ৷ ফার্ম থেকে বাইরে বের করে দেন কর্মীদের ৷ তবে এখনও চলছে বিক্ষোভ ৷

দেখুন ভিডিয়ো

আদিবাসী গাঁওতার নেতা নরেন টুডু বলেন, "প্রায় 600টি আদিবাসী পরিবার এই পোলট্রি ফার্মের দুর্গন্ধে থাকতে পারছে না ৷ তাই এই পোলট্রি ফার্ম বন্ধ করে দেওয়া হল ৷" ফার্মের মালিক আবু জ়াফর বলেন, "বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে ৷ আমি শান্তিপূর্ণ সমাপ্তি চেয়েছি ৷ ওই গ্রামে দু'টি পানীয় জলের ট্যাঙ্ক করে দেওয়ার জন্য বললে আমি রাজিও হয়েছিলাম ৷ সুষ্ঠু আলোচনার পরও এই আন্দোলন কেন? আমার মনে হচ্ছে, এর পিছনে জমি মাফিয়ারা আছে ৷ কোনও রাজনৈতিক দলের মদতও আছে ৷"

ABOUT THE AUTHOR

...view details