আসানসোল, 18 সেপ্টেম্বর: অনেকেই রয়েছেন যারা পুরুষ হয়ে জন্ম নিয়েও মানসিকতায় নারী । সেই রূপান্তরকামীদের মধ্যে সুপ্ত ভাবনায় মায়ের বাস । তারাও দুর্গা, এই ভাবনা থেকেই রূপান্তরকামীদের পাশে দাঁড়াতে দুর্গা সাজলেন আসানসোলের অভিনেতা সুমন চৌধুরী । বাস্তবের অর্ধনারীশ্বর ৷ ঠিক যেন একই অঙ্গে রাধা-কৃষ্ণ, উভয়েরই বাস ৷ তাঁর বার্তা, রূপান্তরকামীদের নারী হওয়ার পথে সমাজের যে অসুর মানসিকতা অন্তরায় হয়ে দাঁড়ায়, সেই অসুরের নিধন হোক । সমাজ এবার প্রগতিশীল ভাবনায় উন্নীত হোক ।
প্রতি বছরই দুর্গাপূজার বেশ কয়েকদিন আগে থেকেই আগমনীর ফটোশুটের ধুম পড়ে যায় বিভিন্ন শহরে কাশবনে । দুর্গা সেজে ফটোশ্যুটে মাতেন বিভিন্ন মহিলারা । গত কয়েক বছর ধরে সোশাল মিডিয়ায় এই ট্রেন্ড দেখা গেলেও কোনও পুরুষকে দুর্গা সাজতে দেখেছেন বলে মনে করতে পারছেন না কেউই । এবার তাই করলেন সুমন (Actor Suman Chowdhury) ৷
দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছেন । পাশাপাশি 'দাদার দিদিগিরি' একটি অনুষ্ঠানও করছেন তিনি ৷ সমাজের রূপান্তরকামী থেকে শুরু করে এলজিবিটিকিউ শ্রেণির বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে চান সুমন । ফলে নিজে পুরুষ হয়েও মহিলা সেজে ফটোশুট করেন । প্রচুর ট্রোলড হতে হলেও তাতে থোরাই কেয়ার ৷ তিনি সমাজের কাছে এই বার্তাই দেন, যে পুরুষরা মনে প্রাণে নারী তাঁদের সমাজ মেনে নিক । রীতিমতো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল ক্যামেরাম্যানদের নিয়ে এই শুটিং করলেন তিনি ।