দুর্গাপুর, 20 জানুয়ারি: "তৃণমল মাওবাদীকে এনেছে ৷ তৃণমূল এবং মাওবাদীর কার্যকলাপ এক ।" শুক্রবার বিকেলে দুর্গাপুরের কার্যকারিণী বৈঠকে যোগ দিয়ে সরব হলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato at Durgapur)। এদিন তিনি বলেন, "পুরুলিয়ায় কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আটকে দিয়েছে রাজ্য সরকার । এছাড়াও পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের আগে বিজেপির 6 কার্যকর্তাকে খুন এবং সারা রাজ্য জুড়ে বিজেপির 250 কার্যকর্তাকে খুন করেছে তৃণমূল । আর এই কাজই আগে করত মাওবাদীরা ।"
তবে সামনের পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রভাব দেখালে জবাব দিতে প্রস্তুত বিজেপি ৷ শুধু পুরুলিয়াই নয় সারা রাজ্য জুড়ে প্রস্তুত থাকবে বিজেপি । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নেতা-কর্মীরা যদি চোখ রাঙান তাহলে আমরাও তৈরি বলে হুঙ্কার দিলেন পুরুলিয়ার এই বিজেপি সাংসদ । ঝালদা পৌরসভা চেয়ারম্যান পদের বিতর্ক নিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "ঝালদাতে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস একই সঙ্গে লড়াই করেছে । আগামী দিনে পুরুলিয়ার মানুষ এর জবাব দেবে । আসন্ন নির্বাচনে আমরা এই রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত দখল করব ৷ এর আগে পঞ্চায়েত দখল করেছিল গুন্ডা ও পুলিশকে কাজে লাগিয়ে । এবার কিন্তু অন্যভাবে লড়াই হবে ।"