আসানসোল, 2 এপ্রিল : লকডাউন ঘোষণার পরও জমায়েত করে মদ পান করছিল কয়েকজন যুবক । তারই প্রতিবাদ করেছিলেন । যার জেরে ওই মদ্যপদের কাছে মারধর খেতে হয়েছিল । খবরটি প্রকাশ করে ETV ভারত । আর তারপরই তৎপর হয় পুলিশ । কিন্তু, অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তেমন কিছু করতে পারেনি পুলিশ । গতকাল পরিবারের সকলকে সঙ্গে নিয়ে নিজে থেকেই এসে আক্রান্তের কাছে ক্ষমা চাইল ঘটনার মূল অভিযুক্ত ।
আসানসোল দক্ষিণ থানার উত্তর হিলভিউ এলাকার শ্রীসংঘ মাঠ । এখানে প্রায়শই কয়েকজন যুবক মদের আড্ডা বসায় বলে অভিযোগ । লকডাউন ঘোষণার পরেও তাদের কোনও ভ্রুক্ষেপ ছিল না । লকডাউন ঘোষণার দিনও (25 মার্চ) জমায়েত করে মদের আড্ডা বসায় । তারই প্রতিবাদ করে স্থানীয় আর এক যুবক সোমেশ্বর মজুমদার । তখনই তাঁকে গালিগালাজ শুরু করে ওই মত্ত যুবকরা । এক যুবক তো ইট দিয়ে সোমেশ্বরের মাথাও ফাটিয়ে দেয় । এরপর সোমেশ্বরের প্রতিবাদে শামিল হন এলাকাবাসী । তাঁদের অভিযোগ, পুলিশকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি ।