পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাণ্ডবেশ্বরে খনিগর্ভে দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের - খনি গর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু

খনিগর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু । আর এই ঘটনায় উত্তেজনা ছড়াল লাউদোহা থানার অন্তর্গত ECL-র পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারিতে । মৃতের নাম শান্তনু কাহার(৫২) ।

worker dies in mine
দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু

By

Published : Dec 12, 2019, 1:06 PM IST

পাণ্ডবেশ্বর (পশ্চিম বর্ধমান), 12 ডিসেম্বর : খনিগর্ভে এক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু । আর এই ঘটনায় উত্তেজনা ছড়াল লাউদোহা থানার অন্তর্গত ECL-র পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলিয়ারিতে । মৃতের নাম শান্তনু কাহার(৫২) ।

খনি শ্রমিক সূত্রে খবর, গতকাল রাত ১০ টা নাগাদ খনিগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ওই শ্রমিকের। এরপরই ক্ষতিপূরণ ও মৃতের পরিবারের একজনের চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই শ্রমিকের সহকর্মীরা ।

দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু
অনেক রাত পর্যন্ত খনিগর্ভে মৃত শ্রমিকের দেহ আগলে রেখেই চলতে থাকে ওই বিক্ষোভ । গভীর রাতে চাপে পড়ে শ্রমিকদের দাবি মেনে নেয় ECL কর্তৃপক্ষ । তারপরই বন্ধ হয় এই বিক্ষোভ । পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ।

শ্রমিক নেতা সুজিত মুখার্জি বলেন. "এই ঘটনার জন্য ECL কর্তৃপক্ষ দায়ি । স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলে আমরা ECL কর্তৃপক্ষের কাছে মৃত শ্রমিকের পরিবারের জন্য 15 লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের কোনও একজনকে চাকরির দাবি জানিয়েছি । " ECL কর্তৃপক্ষ শেষমেশ এই দাবি মেনে নেয় বলে তিনি জানান ।

ABOUT THE AUTHOR

...view details