পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামুড়িয়ায় গাড়ির ধাক্কায় জখম সাইকেল আরোহী, অবরোধ - local resident block the road

জামুরিয়ার বিজয়নগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মারুতি ভ্যান ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে । গুরুতর আহত অবস্থায় ওই তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে । তার জেরে যানজট হয় ।

image
জামুড়িয়ায় পথ অবরোধ

By

Published : Nov 30, 2019, 8:43 AM IST

জামুড়িয়া, 30 নভেম্বর : জামুড়িয়ায় শুক্রবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী ৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জামুড়িয়ার বিজয়নগর এলাকায় । পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷


জামুরিয়ার বিজয়নগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মারুতি ভ্যান ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে । গুরুতর আহত অবস্থায় ওই তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন । তার জেরে যানজট হয় ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা । তাঁদের অভিযোগ, ওই এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে । বেপরোয়া ভাবে যানবাহন চলাচল করে কিন্তু পুলিশের কোনও নজর নেই । অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details