দুর্গাপুর, 26 জানুয়ারি :লাউদোহা মাধাইপুর খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে চাপা পড়লেন বেশ কয়েকজন । আজ ভোরবেলায় এই দুর্ঘটনা ঘটে । এখনও পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে (Accident at Laudoha Madhaipur open pit mine) ।
শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তারা হলেন আন্নাহরি বাউরি (50) এবং শ্যামল বাউরি (30), পিঙ্কি বাউরি, নটবর বাউরি ৷ ইতিমধ্যেই স্থানীয়রা কিশোর বাউরি নামে এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে । ইসিএল কর্তৃপক্ষ এবং শিবপুর থানার পুলিশ যৌথভাবে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ।