পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানিগঞ্জে ECL-র কয়লাখনিতে দুর্ঘটনা , আহত 11

রানিগঞ্জে ECL-র বাশড়া কয়লাখনিতে শ্রমিক নিয়ে যাওয়ার ডুলি আছড়ে পড়ে দুর্ঘটনা । আহত 11 জন কয়লা শ্রমিক ৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।

By

Published : Aug 19, 2020, 1:55 PM IST

ছবি
ছবি

রানিগঞ্জ, 19 অগাস্ট : রানিগঞ্জে ECL-র কয়লাখনিতে দুর্ঘটনা ৷ সেখানকার বাশড়া কয়লাখনিতে শ্রমিক নিয়ে যাওয়ার ডুলি আছড়ে পড়ে দুর্ঘনাটি ঘটেছে । ডুলিতে 17 জন শ্রমিক ছিলেন । তাঁর মধ্যে আহত হয়েছেন 11 জন শ্রমিক । আহতদের প্রথমে ECL-র বাশড়া এরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয় । পরে তাঁদের দুর্গাপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । আহত 11 জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷

খনি সূত্রে খবর, গতকাল বিকেল সাড়ে 5টা নাগাদ ECL-র কুনুস্তোরিয়ার এরিয়ার বাশড়া কোলিয়ারির C-পিট খনির ডুলির গতিবেগ বেড়ে যায় ৷ প্রায় 25 ফুট উচ্চতা থেকে সেই ডুলি মাটিতে আছড়ে পড়ে ৷ ডুলিতে সেই সময় 17 জন কয়লা শ্রমিক ছিলেন ।

ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ । মোতায়েন করা হয় ECL-র নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী । দুর্ঘটনার জেরে খনি চত্বরে অন্য খনির শ্রমিকরা বিক্ষোভ দেখান ।

ABOUT THE AUTHOR

...view details