পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishekh Banerjee: জিতেন্দ্র তিওয়ারিকে নাম না-করে 'কয়লাচোর' আখ্যা অভিষেকের, তোপ দাগলেন কেন্দ্রকেও

বিজেপির উদ্দেশে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপিকে আগেই ওয়াশিং মেশিন বলেও কটাক্ষ ৷

Etv Bharat
Abhishekh Banerjee

By

Published : May 17, 2023, 6:38 PM IST

নাম না-করে জিতেন্দ্র তিওয়ারিকে কয়লাচোর বললেন অভিষেক

দুর্গাপুর, 17 মে:নবজোয়ার কর্মসূচি থেকে ফের একবার বিজেপির উদ্দেশে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপিকে আগেই 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এক ধাপ এগিয়ে অভিষেকের অভিযোগ, চোররা বাঁচতে আসলে বিজেপিতে যায় ৷ একইসঙ্গে, দুর্গাপুরের নবজোয়ার কর্মসূচি থেকে মৃত রাজু ঝা এবং জিতেন্দ্র তিওয়ারির প্রসঙ্গও তোলেন অভিষেক ৷ তাঁর স্পষ্ট অভিযোগ, কেন্দ্রীয় সরকার কয়লা দুর্নীতির তদন্ত করছে, আর অন্যদিকে রাজু ঝা'য়ের মতো কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এর থেকেই বোঝা যায়, তদন্ত কোন পথে চলবে !

পশ্চিম বর্ধমান জেলায় নব জোয়ার কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল ময়দানে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, বিধায়ক বিবেক গুপ্ত, আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ অন্যান্য তৃণমূ নেতৃত্ব। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়েই আগাগোড়াই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্প বাবদ বাংলার প্রাপ্য বকেয়া টাকা নিয়ে তিনি সাধারণ মানুষকে লড়াই করার আহ্বান জানান ৷ পাশাপাশি বকেয়া টাকা আদায়ের জন্য তিনি দিল্লিতে 10 লক্ষ মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এরপরই কয়লা চুরি প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে রীতিমতো তুলোধুনা করেন অভিষেক ৷ গত মাসে আগেই ভর সন্ধ্যাবেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন কয়ালা মাফিয়া রাজু ঝা ৷ এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক পালটা অভিযোগ করেন, আদতে চুরি থেকে বাঁচতে এখন বিজেপিতে যাওয়াই একমাত্র রাস্তা সব চোরের ৷ রাজু ঝাও বিজেপিতে গিয়েছিলেন ৷ তাঁর সঙ্গে বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে ৷ এরপরই তৃণমূল সাংসদের অভিযোগ, এত কিছুর পরও কী কয়লা পাচারের নিরপেক্ষ তদন্ত সম্ভব ? এদিন জিতেন্দ্র তিওয়ারির নাম না করে অভিষেক বলেন, "এই পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং বর্তমান বিজেপি নেতা সবচেয়ে বড় কয়লা চোর। আর তাঁকে বিজেপি নিজের দলে নিয়ে কয়লা চুরির তদন্ত করছে। চোর চুরি করলে জেলে যায়, আর বড় চোররা বিজেপিতে যায়।" জিতেন্দ্র তিওয়ারির নাম না করে কটাক্ষের সুরে অভিষেক বলেন, "তিনি বহুবার কলকাতায় গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে ফিরে আসার জন্য। কিন্তু আমি যতদিন বেঁচে থাকব ততদিন দল অর্থাৎ মায়ের সঙ্গে বেইমানি করা এই নেতাকে কোনওদিন তৃণমূল কংগ্রেসে ঢুকতে দেব না।"

গত 1 এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে একসময়ের কয়লা মাফিয়া 2021 সালে বিজেপিতে যোগ দেওয়া রাজেশ ওরফে রাজু ঝাকে গুলি করে খুন করা হয়। সেই খুনের তদন্ত এখনও চলছে। তার মাঝেই অভিষেক বন্দোপাধ্যায় এদিন লাউদোহা ফুটবল ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, " রাজু ঝা কোন দলে গিয়েছিল 2021-র বিধানসভা নির্বাচনে? দিলীপ ঘোষের সঙ্গে কয়লা মাফিয়া জয়দেব খাঁ মন্দিরে পুজো করেছিলেন। আর হোটেলে কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গেও কয়লা মাফিয়ার ছবি বেরিয়েছিল।"

আরও পড়ুন: অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে কেপমারদের দৌরাত্ম্য, পকেট ফাঁকা নেতা থেকে সাংবাদিকের

ABOUT THE AUTHOR

...view details