দুর্গাপুর, 17 মে:নবজোয়ার কর্মসূচি থেকে ফের একবার বিজেপির উদ্দেশে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপিকে আগেই 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এক ধাপ এগিয়ে অভিষেকের অভিযোগ, চোররা বাঁচতে আসলে বিজেপিতে যায় ৷ একইসঙ্গে, দুর্গাপুরের নবজোয়ার কর্মসূচি থেকে মৃত রাজু ঝা এবং জিতেন্দ্র তিওয়ারির প্রসঙ্গও তোলেন অভিষেক ৷ তাঁর স্পষ্ট অভিযোগ, কেন্দ্রীয় সরকার কয়লা দুর্নীতির তদন্ত করছে, আর অন্যদিকে রাজু ঝা'য়ের মতো কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এর থেকেই বোঝা যায়, তদন্ত কোন পথে চলবে !
পশ্চিম বর্ধমান জেলায় নব জোয়ার কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল ময়দানে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, বিধায়ক বিবেক গুপ্ত, আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ অন্যান্য তৃণমূ নেতৃত্ব। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়েই আগাগোড়াই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্প বাবদ বাংলার প্রাপ্য বকেয়া টাকা নিয়ে তিনি সাধারণ মানুষকে লড়াই করার আহ্বান জানান ৷ পাশাপাশি বকেয়া টাকা আদায়ের জন্য তিনি দিল্লিতে 10 লক্ষ মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।