পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek-Kalyan on Asansol by Election : শত্রুঘ্নের প্রচারে 'খামোশ' থাকলেন অভিষেক-কল্যাণ - Abhishek road show with Kalyan

আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আসানসোলে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । প্রচারে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Abhishek road show with Kalyan) ৷ গাড়িতে এক সঙ্গেই বলিউড তারকার হয়ে দু'জনে প্রচার করলেও 'খামোশ' থাকলেন অভিষেক-কল্যাণ ৷

Abhishek on Asansol by Election
অভিষেকের শোভাযাত্রা

By

Published : Apr 9, 2022, 10:07 PM IST

আসানসোল, 9 এপ্রিল : শনিবার বিকেলে আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek on Asansol by Election)। আসানসোল ঊষাগ্রাম থেকে জিটি রোড ও বাজার অঞ্চল হয়ে আসানসোল গির্জা মোড়ে এসে শেষ হয় এই রোড শো। প্রায় সাড়ে তিন কিলোমিটার দু'জনে একই গাড়িতে বলিউড তারকার হয়ে প্রচার করলেও কথা হল না অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ৷ সুতরাং দূরত্ব কমলেও সম্পর্কের বরফ গলল কি না, তা এখনই বলা মুশকিল ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহা, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক প্রমুখ । এদিন অভিষেকের সঙ্গে ও কল্যাণ একই গাড়িতে থাকলেও পাশাপাশি দেখা যায়নি তাঁদের ৷ দু'জনেই দাঁড়িয়ে ছিলেন কিছুটা আগে-পিছে ৷ এমনকি তাঁদের মধ্যে হল না কোনও কথোপকথন ৷ রাজনীতিতে তাঁদের সম্পর্কের টানাপড়েনের কথা কারও অজানা নয় ৷ অভিষেকের সঙ্গে কল্যাণের সম্পর্কের অবনতি হয় চলতি বছরের জানুয়ারি মাসে।

উপনির্বাচন ঘোষিত হওয়ার পর আসানসোলের ভোটের দায়িত্ব দেওয়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ৷ ২০০১ সালে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হওয়ায় কল্যাণনের হাতেই শত্রুঘ্ন সিনহাকে জেতানোর দায়িত্ব তুলে দেন তৃণমূল নেত্রী । নেত্রীর নির্দেশ মতো শনিবারের রোড শোয়ে অংশ নেন তিনি।

তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আসানসোলে রোড শো অভিষেকের

এই রোড শো-য়ে প্রথম সারিতে ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়-সহ জেলার অন্যান্য বিধায়ক ও তৃণমূল নেতারা। দীর্ঘ এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার দু'ধারে প্রচুর মানুষের ভিড় জমে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির উপর থেকেই ফুল ছুঁড়তে থাকেন। এই রোড শো-য়ে মানুষজনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রোড শো ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু তা সত্ত্বেও মানুষের উচ্ছাসের কাছে হার মানে নিরাপত্তা বলয়। কার্যত নিরাপত্তা বলয় ভেঙেই মানুষজন ঢুকে পড়েন অভিষেকের শোভাযাত্রায়।

আরও পড়ুন :অগ্নিমিত্রার এভিডেভিটে ঠিকানা প্রকাশ করে ঘরের মেয়ে নিয়ে খোঁচা তৃণমূলের

রোড শো শেষ হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। শত্রুঘ্ন সিনহাকে জেতানোর আবেদন ও তাঁকে দিল্লি পাঠানোর আহ্বানও জানান অভিষেক। পাশাপাশি নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details