পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: 'বাংলার পাওনা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা',কেন্দ্রকে তোপ অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুরে নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে জনতার ঢল ৷ শাঁখ-ঢাক বাজিয়ে স্বাগত জানানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৷ এই দিনও তিনি আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ৷

Abhishek Banerjee
কেন্দ্রকে তোপ অভিষেক বন্দোপাধ্যায়ের

By

Published : May 16, 2023, 11:12 PM IST

কেন্দ্রকে তোপ অভিষেক বন্দোপাধ্যায়ের

দুর্গাপুর,16 মে: দুর্গাপুরে নব জোয়ার কর্মসূচিতে আরও একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বাংলাকে বারবার বঞ্চিত করেছে কেন্দ্র, এই অভিযোগ তুলে মঙ্গলবার আরও একবার সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

এদিন তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, "কেন্দ্রের কাছে বাংলার পাওনা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা। নরেন্দ্র মোদির সরকার বলপূর্বক এই টাকাটা আটকে রেখেছে। ভারতবর্ষের একমাত্র রাজ্য বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। আপনারা লড়াই করলে এই টাকা দিতে বাধ্য কেন্দ্র ৷" সোমবার পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার মানকড় ময়দানে জনসভায় অভিষেক বন্দোপাধ্যায় যোগ দিতে পারেননি। মঙ্গলবার, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অভিষেক বন্দোপাধ্যায় আসেন ৷

প্রথমেই পানাগড় গুরুদুয়ারাতে প্রায় 40 মিনিট থাকেন তিনি। সেখানে প্রার্থনা ও শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন। গুরুদুয়ারতে ঢোকার সময়ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এরপরে 19 নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের গান্ধিমোড়ে আসেন। সেখানে অভিষেককে স্বাগত জানাতে প্রায় 20-25 হাজার মানুষ দুর্গাপুর স্টিল টাউনশিপের প্রিয়দর্শিনী ইন্দিরা সরণী রাস্তার দু-পাশে দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। অভিষেক আসা মাত্রই বেজে ওঠে ঢাক, শাঁখ ৷ মহিলারা উলুধ্বনি দিয়ে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে।

আরও পড়ুন: অখণ্ড ভারতবর্ষের সম্প্রীতির প্রার্থনায় গুরুদুয়ারায় অভিষেক

গাড়ির জানালা খুলে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিনন্দন জ্ঞাপন করেন তিনি। এরপরে অভিষেক বন্দোপাধ্যায় সোজা আসেন দুর্গাপুর স্টিল টাউনশিপের রাজীব গান্ধি স্মারক ময়দানে। সেখানে পশ্চিম বর্ধমান জেলার অধিবেশন অনুষ্ঠান আয়োজিত হয়। পশ্চিম বর্ধমানের মোট 8টি ব্লকের 62টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা, জেলা পরিষদের প্রতিনিধি-সহ পশ্চিম বর্ধমানের জেলা কমিটির প্রতিনিধি এবং বুথ অঞ্চল সভাপতিরা ভোট কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্নও হয়। অভিষেক বন্দোপাধ্যায় বলেন, "আগামীদিনে মানুষের পঞ্চায়েত গঠিত হবে আর তাই এই নবজোয়ার কর্মসূচি নিয়েছি। আজ 22 দিন বাড়ি, পরিবার ছেড়ে আছি আমি। আমি সেই প্রার্থীকেই গুরুত্ব দেব যাঁকে বুথ সভাপতিরা চিহ্নিত করবেন।"

মূলত, অধিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের প্রথম সারির প্রায় সমস্ত নেতৃবৃন্দ।

ABOUT THE AUTHOR

...view details