দুর্গাপুর,16 মে: দুর্গাপুরে নব জোয়ার কর্মসূচিতে আরও একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বাংলাকে বারবার বঞ্চিত করেছে কেন্দ্র, এই অভিযোগ তুলে মঙ্গলবার আরও একবার সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
এদিন তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, "কেন্দ্রের কাছে বাংলার পাওনা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা। নরেন্দ্র মোদির সরকার বলপূর্বক এই টাকাটা আটকে রেখেছে। ভারতবর্ষের একমাত্র রাজ্য বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। আপনারা লড়াই করলে এই টাকা দিতে বাধ্য কেন্দ্র ৷" সোমবার পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার মানকড় ময়দানে জনসভায় অভিষেক বন্দোপাধ্যায় যোগ দিতে পারেননি। মঙ্গলবার, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অভিষেক বন্দোপাধ্যায় আসেন ৷
প্রথমেই পানাগড় গুরুদুয়ারাতে প্রায় 40 মিনিট থাকেন তিনি। সেখানে প্রার্থনা ও শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন। গুরুদুয়ারতে ঢোকার সময়ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এরপরে 19 নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের গান্ধিমোড়ে আসেন। সেখানে অভিষেককে স্বাগত জানাতে প্রায় 20-25 হাজার মানুষ দুর্গাপুর স্টিল টাউনশিপের প্রিয়দর্শিনী ইন্দিরা সরণী রাস্তার দু-পাশে দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। অভিষেক আসা মাত্রই বেজে ওঠে ঢাক, শাঁখ ৷ মহিলারা উলুধ্বনি দিয়ে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে।