বারাবনিতে 15 হাজার বাইক স্বাগত জানাবে অভিষেককে আসানসোল, 11 মে: আগামী 16 মে আসানসোলের বারাবনি বিধানসভায় নবজোয়ার কর্মসূচিতে আসতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে । সবকিছু ঠিকঠাক থাকলে সালানপুরের রূপনারায়ণপুর ময়দানে অভিষেকের তাঁবু পড়বে । সেখানে দলীয় কর্মসূচি করার পাশাপাশি পঞ্চায়েত ভোটের প্রার্থীদের জন্য ভোট গ্রহণ হবে । পাশাপাশি রূপনারায়ণপুরে হিন্দুস্থান কেবলস ময়দানে তাঁবুতেই রাত্রি নিবাস করবেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ এমনটাই জানা গিয়েছে সূত্রের তরফে ।
চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি । রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' জনজোয়ার যাত্রায় যাচ্ছেন এবং সেখানেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে পঞ্চায়েত ভোটের প্রার্থী ঠিক করছেন । আগামী মঙ্গলবার এই কর্মসূচিতেই পশ্চিম বর্ধমান জেলায় আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে বারাবনি বিধানসভাতেই তার রাজকীয় তাঁবু পড়বে। যেটুকু জানা যাচ্ছে, সালানপুরের রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলসের মাঠেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁবু লাগানো হবে। তার জন্য শুরু হয়েছে প্রস্তুতি ।
রূপনারায়ণপুরে কেন্দ্রীয় শিল্প কারখানা হিন্দুস্থান কেবলস বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকবছর। পঞ্চায়েত ভোটের আগে সেই বন্ধ কারখানার ইস্যুকে সামনে নিয়ে আসতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি করা হচ্ছে রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলসের মাঠে? সেই নিয়ে প্রশ্ন উঠছে । বিরাট সংখ্যক মানুষের ভিড় যাতে অভিষেকের এই কর্মসূচিতে হয়, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে । সালানপুরের তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়, ভোলা সিং-সহ বিভিন্ন নেতৃত্ব বিধানসভা পর্যায়ে বৈঠক করেছেন এবং সমস্ত ব্লক ও আঞ্চলিক স্তরে নেতৃত্বদের নির্দেশ দেওয়া হয়েছে এই অনুষ্ঠানকে যে কোনওভাবে সাফল্য করার জন্য ।
মুকুল উপাধ্যায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজকীয় সম্মান দেওয়া হবে বারাবনিতে । জাতীয় সড়ক থেকে তাঁকে রুপনারায়ণপুর পর্যন্ত নিয়ে আসার জন্য 15 হাজারের মোটরসাইকেল বাহিনী থাকবে । যারা স্বাগত জানিয়ে অভিষেককে নিয়ে আসবে । শুধু তাই নয়, এই সম্পূর্ণ রাস্তা জুড়ে থাকবে প্রায় এক লক্ষ মানুষ । যারা ফুল ছুড়বেন 'যুবরাজ'-এর মাথায়। গোটা অনুষ্ঠান ঘিরেই এখন সাজেসাজে রব বারাবনি এলাকায় ।
আরও পড়ুন: মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে অভিষেক