কলকাতা, 25 নভেম্বর: কয়লাপাচার (Coal Smuggling) নিয়ে এবার বিজেপিকে (BJP) নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার (Coal Mafia) সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই ইস্যুতে কটাক্ষ করেছেন সিবিআই (CBI) ও ইডি (ED)-কে ৷
শুক্রবার এই নিয়ে একটি টুইট করেন অভিষেক ৷ সেখানে দু’টি ছবি পোস্ট করেছেন তিনি ৷ একটি ছবিতে বিজেপি বিধায়ক-সহ নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশিকে (Union Minister Pralhad Joshi) ৷ ওই ছবিতেই রয়েছেন আরও একজন ৷ অভিষেকের দাবি, সেই ব্যক্তি কয়লা মাফিয়া জয়দেব খান ৷ দ্বিতীয় ছবিতে জয়দেব ও প্রহ্লাদ জোশিকে দেখা যাচ্ছে ৷
এই দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক প্রশ্ন তুলেছেন, জাতীয় সম্পদকে কীভাবে বিজেপির কাছে যাবে তা নিয়ে আলোচনা হচ্ছিল, নাকি জাতীয় সম্পদ লুটের জন্য ধন্যবাদ জানানো হচ্ছিল !