আসানসোল, 24 জুলাই: জার্মানিতে যেখানে শেষ করেছিল কোরিয়ায় ঠিক সেখান থেকেই যেন শুরু করল আসানসোলের অভিনব সাউ। কোরিয়ায় আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে দু'টি ইভেন্টে সোনা জিতল আসানসোলের ছেলে। 10 মিটার এয়ার রাইফেলে মিক্সড এবং টিম ইভেন্টে সোনা জয় করলেন বিন্দ্রার নেমসেক বাংলার এই শুটার। একক প্রদর্শনের ক্ষেত্রেও কোয়ালিফাইং রাউন্ড বা সেমিফাইনালেও এক নম্বরেই ছিল অভিনব। যদিও ব্যক্তিগত একটি ইভেন্টের ফাইনালে অল্পের জন্য ফসকে যায় পদক। অভিনব'র আগামীর লক্ষ্য কমনওয়েলথ গেমস বা অলিম্পিকস।
গতমাসেই জার্মানিতে হওয়া আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে মিক্সড ডাবলস 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতে চমকে দিয়েছিল অভিনব। তার সঙ্গে জুটি বেঁধেছিল মধ্যপ্রদেশের গৌতমী ভানট। অন্যদিকে, 10 মিটার সিঙ্গলসেও রুপো জয় করেছিল অভিনব সাউ। এবার দক্ষিণ কোরিয়াতেও আরেকটি আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফরম্যান্স অভিনবর। এবারেও মিক্সড ডাবলসে তার জুটি ছিল গৌতমী ভানট। মিক্সড ডাবলসে সোনা জেতার পাশাপাশি টিম ইভেন্টেও সোনা জিতেছে অভিনব সাউ। অভিনব বিন্দ্রার অলিম্পিকে সোনা পাওয়ার বছরেই জন্ম হয়েছিল আসানসোলের অভিনব সাউয়ের। বাবা রূপেশ সাউ তাই ছেলের নাম দিয়েছিলেন অভিনব। বাবা স্বপ্ন দেখতেন ছেলে একদিন বিখ্যাত শুটার হবে।
আরও পড়ুন:শুটিং বিশ্বকাপে সোনা জিতে লক্ষ্যপূরণে একধাপ বিন্দ্রার 'নেমসেক' অভিনবর, গর্বিত আসানসোল