পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhinav Shaw Wins Gold: কোরিয়াতেও জোড়া সোনা! জুনিয়র শুটিং বিশ্বকাপে ফের বাজিমাত আসানসোলের অভিনবের

ISSF Junior World Cup: বিশ্ববিখ্যাত শুটার অভিনব বিন্দ্রা অলিম্পিকে 2008 সালে সোনা পেয়েছিলেন ৷ 10 মিটার এয়ার রাইফেলেই সোনা এসেছিল দেশে অভিনব বিন্দ্রার হাত ধরে। তাঁরই নেমসেক বাংলার অভিনব 10 মিটার এয়ার রাইফেল বিভাগেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতছে পরপর। কোরিয়ায় জুনিয়র বিশ্বকাপে মিক্সড এবং টিম ইভেন্টে সোনা জয় করেছে অভিনব সাউ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 24, 2023, 4:25 PM IST

Updated : Jul 24, 2023, 4:40 PM IST

আইএসএসএফে আবার মাত করল বিন্দ্রার নেমসেক

আসানসোল, 24 জুলাই: জার্মানিতে যেখানে শেষ করেছিল কোরিয়ায় ঠিক সেখান থেকেই যেন শুরু করল আসানসোলের অভিনব সাউ। কোরিয়ায় আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে দু'টি ইভেন্টে সোনা জিতল আসানসোলের ছেলে। 10 মিটার এয়ার রাইফেলে মিক্সড এবং টিম ইভেন্টে সোনা জয় করলেন বিন্দ্রার নেমসেক বাংলার এই শুটার। একক প্রদর্শনের ক্ষেত্রেও কোয়ালিফাইং রাউন্ড বা সেমিফাইনালেও এক নম্বরেই ছিল অভিনব। যদিও ব্যক্তিগত একটি ইভেন্টের ফাইনালে অল্পের জন্য ফসকে যায় পদক। অভিনব'র আগামীর লক্ষ্য কমনওয়েলথ গেমস বা অলিম্পিকস।

গতমাসেই জার্মানিতে হওয়া আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে মিক্সড ডাবলস 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতে চমকে দিয়েছিল অভিনব। তার সঙ্গে জুটি বেঁধেছিল মধ্যপ্রদেশের গৌতমী ভানট। অন্যদিকে, 10 মিটার সিঙ্গলসেও রুপো জয় করেছিল অভিনব সাউ। এবার দক্ষিণ কোরিয়াতেও আরেকটি আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফরম্যান্স অভিনবর। এবারেও মিক্সড ডাবলসে তার জুটি ছিল গৌতমী ভানট। মিক্সড ডাবলসে সোনা জেতার পাশাপাশি টিম ইভেন্টেও সোনা জিতেছে অভিনব সাউ। অভিনব বিন্দ্রার অলিম্পিকে সোনা পাওয়ার বছরেই জন্ম হয়েছিল আসানসোলের অভিনব সাউয়ের। বাবা রূপেশ সাউ তাই ছেলের নাম দিয়েছিলেন অভিনব। বাবা স্বপ্ন দেখতেন ছেলে একদিন বিখ্যাত শুটার হবে।

আরও পড়ুন:শুটিং বিশ্বকাপে সোনা জিতে লক্ষ্যপূরণে একধাপ বিন্দ্রার 'নেমসেক' অভিনবর, গর্বিত আসানসোল

কিন্তু বিন্দ্রার নেমসেক হয়ে কিশোর বয়সেই যে বিশ্বমঞ্চে খ্যাতি ছড়াবে, তা ভাবতে পারেননি বাবা। শুধু তাই নয়, অভিনবের বাবা রূপেশ সাউ একজন গৃহশিক্ষক। শুটিংয়ের মতো খেলায় প্রচুর খরচ। তা সত্ত্বেও রূপেশবাবু ও তাঁর স্ত্রী নিজেদের জীবনে সব আনন্দ ভুলে ছেলেকে বড় করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। আসানসোল রাইফেল ক্লাবে প্র‍্যাকটিস করে অভিনব সাউ। ছোট থেকেই অভিনব বিভিন্ন প্রতিযোগিতায় চমক দিতে শুরু করে। জাতীয় স্তরের পুরস্কার তো নিয়ে আসেই, এমনকী আন্তর্জাতিক স্তরে বহু পদকও তুলে আনে অভিনব।

অভিনবকে শুভেচ্ছা জানিয়েছেন আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি বীরেন্দ্র কুমার ঢল। অভিনবের বয়স বর্তমানে 16 বছর। আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে একাদশ শ্রেণির ছাত্র সে। অভিনব সাউ জানিয়েছেন, আগামিদিনে অভিনব বিন্দ্রার মতোই অলিম্পিকলে সোনা জয় লক্ষ্য তার। এখন দেখার প্রতিকূলতার কাটিয়ে অভিনব কতটা এগিয়ে যেতে পারে ভবিষ্যতে।

আরও পড়ুন:বাবা গৃহ শিক্ষক, জাতীয় স্তরের শুটিং প্রতিযোগিতায় সোনা জিতল বাংলার অভিনব

Last Updated : Jul 24, 2023, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details