আসানসোল, 6 জুন: বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলে হবে বিশ্ববিখ্যাত শুটার। আর তাই অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রার নামেই নিজের ছেলের নাম রেখেছিলেন। আর সেই নামকরণ সার্থক করছে আসানসোলের অভিনব সাউ। রবিবার মাত্র 16 বছর বয়সে জার্মানিতে হওয়া আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে মিক্সড ডাবলসে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতে চমকে দিয়েছে অভিনব। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিল মধ্যপ্রদেশের গৌতমী ভানত। গতকাল 10 মিটার সিঙ্গলসেও রুপো জয় করেছে অভিনব।
অভিনবের বাবা রূপেশ সাউ একজন গৃহশিক্ষক। নিজের স্বপ্ন ছিল বড় শুটার হবেন। কিন্তু এত ব্যয়বহুল ক্রীড়া মধ্যবিত্ত পরিবারের অস্বচ্ছলতার কারণে সার্থক হয়ে ওঠেনি। 2008 সালে অলিম্পিকে শুটিংয়ে বিশ্বজয় ভারতের। শুটার অভিনব বিন্দ্রা সোনা জয় করেন। ওই বছরেই আসানসোলের রূপেশ সাউয়ের সন্তান জন্ম নেয়। ছেলেকে শুটার করবেন এমন ভাবনাতেই রূপেশবাবু নিজের ছেলের নাম রাখেন অভিনব। একটু বড় হতেই ছেলে অভিনবকে আসানসোল রাইফেল ক্লাবে ভরতি করেন রূপেশবাবু। শুরু থেকেই আঞ্চলিক স্তরে অভিনব চমকে দেয়।