আসানসোল, 26 এপ্রিল: সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিলেও তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে আসানসোল সিবিআই আদালতে গিয়ে বৃহস্পতিবার বা তার আগে হাজিরা দিতে হবে । বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে রয়েছে গরু পাচার মামলার শুনানি । প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়া আবদুল লতিফ কি আদৌ হাজিরা দিতে যাবেন আসানসোল সিবিআই আদালতে ? রাজু ঝা খুনের ঘটনার পর গা ঢাকা দেওয়া, কিমবা এতদিন সিবিআইয়ের তলব এড়ানো লতিফ এত সহজেই চলে আসবেন ? রক্ষাকবচ নিয়েও ফাঁপড়ে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বীরভুমের আবদুল লতিফ ।
গরু পাচার মামলাই অন্যতম প্রধান অভিযুক্ত আবদুল লতিফ । অভিযোগ, ইলামবাজার গরু হাটের নিয়ন্ত্রণ ছিল আবদুল লতিফের হাতেই । সেখান থেকেই বাংলা দেশে গরু পাচার হত । গরু পাচার মামলায় সিবিআই তৎপর হয়ে একে একে এনামুল হক, বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার কিংবা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করলেও লতিফের টিকিও পায়নি সিবিআই । অথচ তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বারবার সিবিআই হানা দিয়েছে ।
সিবিআই যে আবদুল লতিফকে হন্যে হয়ে খুঁজছিল, তাঁকেই আবার দেখা গেল রাজু ঝায়ের খুনের দিনে তাঁর সঙ্গে তিনি একই গাড়িতে ভ্রমণ করছিলেন । বরাত জোরে বেঁচে যান লতিফ । অর্থাৎ এর থেকে প্রমাণিত হয়, নিয়মিত যোগাযোগ ছিল রাজু ঝা ও লতিফের । রাজু ঝা খুনের ঘটনার পর থেকে তদন্তের দায়িত্বে থাকা সিট লতিফেরও কোনও খোঁজ পায়নি ।