আসানসোল, 27 এপ্রিল: জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ভোরে আসানসোলের সিবিআই আদালতে পৌঁছলেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ ৷ কার্যত সাংবাদিকদের ক্যামেরা এড়াতেই তাঁর এমন কৌশল বলে মনে করা হচ্ছে ৷ গত সোমবার সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন আব্দুল লতিফ ৷ কিন্তু তাঁকে বলা হয়েছিল বৃহস্পতিবারের মধ্যে আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে হবে এবং আদালত যা শর্ত দেবে তা মেনে চলতে হবে ৷ সেই মতো তিনি হাজিরা দিলেন বলে মনে করা হচ্ছে।
আব্দুল লতিফ এতদিন ফেরার থাকায় সন্দেহ ছিল তিনি সিবিআই আদালতে আসবেন কি না ৷ কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে আসানসোল সিবিআই আদালতে হাজির হয়েছেন আব্দুল লতিফ ৷ গ্রীষ্মের জন্য মর্নিং কোর্ট হওয়ায় সকালেই তাঁর শুনানি হবে ৷ ইতিমধ্যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য, আব্দুল লতিফের আইনজীবী, সিবিআই আইনজীবীরা আসানসোল সিবিআই আদালতে এসে পৌঁছেছেন ৷
সূত্রের খবর, বীরভূমের ইলামবাজারে গরুর হাট নিয়ন্ত্রণ করতেন এই আব্দুল লতিফ ৷ অভিযোগ এই হাট থেকেই বাংলাদেশে গরুপাচার হত ৷ গরুপাচার মামলার তদন্তে নেমে সিবিআই বিএসএফ কম্যান্ডেন্ট সতীশ কুমার থেকে শুরু করে এনামুল হক, সায়গল হুসেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই ৷ এমনকী গতকাল ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুকন্যা মণ্ডলও ৷