দুর্গাপুর, 4 মে : বাসের ধাক্কায় আহত 2 জন । রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন তাঁরা । তখন বাস ভাঙচুর করতে উদ্যত জনতা । চালক ও খালাসিকে হাতে পেতে মরিয়া । কিন্তু কারও খেয়াল নেই আহতদের দিকে । সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এক মহিলা ।
গতকাল সকাল 11টা । দুর্গাপুরের আর্টেরিয়াল রোডে কৃষ্ণনগর-বেনাচিতি রুটের একটি বাসের ধাক্কায় আহত হন গদাধর মণ্ডল ও অনিতা মণ্ডল । মাটিতে পড়ে চিৎকার করতে থাকেন তাঁরা । দুর্ঘটনার শব্দে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা । রে রে করে উঠলেন । কেউ বলছেন বাসে আগুন লাগাতে, কারোর আবার লক্ষ্য চালককে উচিত শিক্ষা দেওয়া । আহতদের চিৎকার শুনতে না পেয়ে তাঁদের কাছে যেন বড় হয়ে দাঁড়াল এসবই ।