পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তায় কাতরাচ্ছেন আহতরা, বাসে ভাঙচুর না চালিয়ে প্রাণ বাঁচালেন বুলবুল - bus accident

দুর্ঘটনার শব্দে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা । রে রে করে উঠলেন । কেউ বলছেন বাসে আগুন লাগাতে, কারোর আবার লক্ষ্য চালককে উচিত শিক্ষা দেওয়া । আহতদের চিৎকার শুনতে না পেয়ে তাঁদের কাছে যেন বড় হয়ে দাঁড়াল এসবই ।

বুলবুল

By

Published : May 4, 2019, 5:09 AM IST

Updated : May 4, 2019, 6:16 AM IST

দুর্গাপুর, 4 মে : বাসের ধাক্কায় আহত 2 জন । রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন তাঁরা । তখন বাস ভাঙচুর করতে উদ্যত জনতা । চালক ও খালাসিকে হাতে পেতে মরিয়া । কিন্তু কারও খেয়াল নেই আহতদের দিকে । সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এক মহিলা ।

শুনুন বুলবুল ঘোষের বক্তব্য

গতকাল সকাল 11টা । দুর্গাপুরের আর্টেরিয়াল রোডে কৃষ্ণনগর-বেনাচিতি রুটের একটি বাসের ধাক্কায় আহত হন গদাধর মণ্ডল ও অনিতা মণ্ডল । মাটিতে পড়ে চিৎকার করতে থাকেন তাঁরা । দুর্ঘটনার শব্দে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা । রে রে করে উঠলেন । কেউ বলছেন বাসে আগুন লাগাতে, কারোর আবার লক্ষ্য চালককে উচিত শিক্ষা দেওয়া । আহতদের চিৎকার শুনতে না পেয়ে তাঁদের কাছে যেন বড় হয়ে দাঁড়াল এসবই ।

এর মাঝে ব্যতিক্রম বুলবুল ঘোষ । বাকিদের সাথে তাল মিলিয়ে তিনি বাস ভাঙতে যাননি । চটজলদি মাথায় খাটিয়ে আগে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । পাশ দিয়ে যাওয়া অটো থামিয়ে নিয়ে যান বিধাননগরের বেসরকারি হাসপাতালে ।

ETV ভারতকে বুলবুল বলেন, "অনেক ডাকলেও সেই সময় কেউ এগিয়ে আসেনি । আমি আওয়াজ পেয়ে ঘর থেকে এসে ওদের কোলে তুলে অটোতে উঠিয়ে দিই । অটোতে করে যেতে যেতে রক্ত মুছিয়ে দিই । আশা করি ওরা দ্রুত সুস্থ হয়ে উঠবে ।"

Last Updated : May 4, 2019, 6:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details