আসানসোল, 2 সেপ্টেম্বর : রানু মণ্ডলের নাম এখন কে না জানে ৷ তাঁর সঙ্গে সেলফি তুলতে ছোটো-বড় সকলেই উদগ্রীব ৷ কিন্তু রানুর সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করে ট্রোলড হলেন রেডিয়ো জকি ৷ আসানসোলের RJ সোনিয়াকে রানু মণ্ডলের মেয়ে ভেবে ট্রোল করছেন নেটিজ়েনরা ৷ এতেই বিরক্ত সোনিয়া ৷
ছবি পোস্টে বিপত্তি, রানু মণ্ডলের 'মেয়ে' RJ সোনিয়াকে গালিগালাজ সোশাল মিডিয়ায় - Trolled
রানু মণ্ডলের মেয়ে ভেবে ট্রোল করা হচ্ছে RJ সোনিয়াকে ৷ শুনতে হচ্ছে গালিগালাজও ৷ এই ঘটনায় পর অত্যন্ত বিরক্ত সোনিয়া ৷ তিনি নেটিজ়েনদের দায়িত্ব নিয়ে সোশাল মিডিয়া ব্যবহারের পরামর্শ দিলেন ৷
ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া জানিয়েছেন, রানু মণ্ডলের গানের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তিনি রানাঘাট গেছিলেন ৷ তাঁর রেডিয়ো চ্যানেলের জন্য রানুর সঙ্গে একটি লাইভ ভিডিয়ো করেছিলেন ৷ জড়িয়ে ধরে তুলেছিলেন ছবিও ৷ পরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সোনিয়া ৷ কিছুদিনের মধ্যেই তা ভাইরাল হয় ৷ ছবি দেখেই নেটিজ়েনরা সোনিয়াকে রানু মণ্ডলের মেয়ে বলে ট্রোল করতে থাকে ৷ পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সোনিয়াকে গালিগালাজও করে ৷ বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট করে নেটিজ়েনদের ভুল ভাঙানোর চেষ্টা করেন সোনিয়া ৷ কিন্তু সেখানেও তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷ বিভিন্ন পেজ থেকে মিম বানিয়ে পোস্ট করা হয় ৷ সোশাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন অভিনেতা সলমান খানও সোনিয়ার উপর ক্ষুব্ধ ৷
সোনিয়া বলেন, "দায়িত্ব নিয়ে আমাদের সোশাল মিডিয়া ব্যবহার করা উচিত ৷ এই ঘটনায় আমি মানসিকভাবে কষ্ট পেয়েছি ৷ কিন্তু এমন গুজবের জেরে অনেকের প্রাণহানিও হয়ে যাচ্ছে ৷"