আসানসোল, 15 মে : চিত্তরঞ্জনে উদ্ধার রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ ৷ আজ সকালে গাড়ির মধ্যে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃত রেলকর্মীর নাম আনন্দ কুমার ভাট (47) । তিনি চিত্তরঞ্জন রেল শহরেই থাকতেন । আজ সকালে চিত্তরঞ্জন শহরের কর্নেল সিং পার্ক এলাকায় নির্জন স্থানে ওই রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় ।
জানা গিয়েছে, আনন্দ কুমার ভাট চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় কাজ করার পাশাপাশি গৃহশিক্ষকতা করতেন । অন্যদিকে, তাঁর নিজের গাড়ি ভাড়া খাটত ৷ গতকাল সন্ধ্যায় সেই গাড়ি নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন । তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি । বাড়ির লোক সামনাসামনি খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তাঁর ৷ এরপর আজ সকালে স্থানীয় বাসিন্দারা কর্নেল সিং পার্কের কাছে একটি গাড়ি দাঁড় করানো আছে দেখতে পান ৷ তারপর দেখা যায় গাড়ির ভেতরে স্টিয়ারিং-এ ঝুঁকে পড়ে আছে আনন্দ কুমারের দেহ। পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা ৷ এরপর চিত্তরঞ্জন থানার পুলিশ এসে আনন্দ কুমার ভাটের মৃতদেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে । কিন্তু কী কারণে খুন তা নিয়ে পুলিশ এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে ।
চিত্তরঞ্জনে রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার - Murder
আনন্দ কুমার ভাট চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় কাজ করার পাশাপাশি গৃহশিক্ষকতা করতেন । অন্যদিকে, তাঁর নিজের গাড়ি ভাড়া খাটত ৷ গতকাল সন্ধ্যায় সেই গাড়ি নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন । তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি । বাড়ির লোক সামনাসামনি খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তাঁর ৷ এরপর আজ সকালে কর্নেল সিং পার্কের কাছে একটি গাড়ির মধ্যে তাঁর দেহ উদ্ধার হয় ৷
ছবিটি প্রতীকী
আরও পড়ুন,কাজ নেই, স্ত্রী ও তিন কন্যার গায়ে আগুন দিয়ে আত্মঘাতী স্বামী
অন্যদিকে, চিত্তরঞ্জন নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা থাকে । সেখানে গত কয়েক মাস ধরেই চিত্তরঞ্জন শহর অশান্ত হয়ে উঠেছে । বারবার খুনের ঘটনা ঘটছে । তা নিয়ে আতঙ্কিত রেলশহরের বাসিন্দারা ।
Last Updated : May 15, 2021, 2:31 PM IST