দুর্গাপুর, 1 জুন : শ্মশানের কাছে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির পঁচাগলা দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কাঁকসার তিলকচন্দ্রপুরের তিলোইবনি আদিবাসী পাড়ায় ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷
স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে স্থানীয়রা পচা গন্ধ পেয়ে জঙ্গলের ভিতরে ঢোকেন ৷ ভিতরে ঢুকে তাঁরা দেখেন এক ব্যক্তির পচাগলা দেহ পড়ে আছে । ওই ব্যক্তির পরনের জামাকাপড় দেখে তাঁকে শনাক্ত করা হয় ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম অস্তেজ সোরেন ৷ 52 বছর বয়সী ওই ব্যক্তি তিলোইবনি পাড়ার বাসিন্দা ৷ তিনি পানাগড়ের বায়ু সেনা ছাউনিতে ঠিকা শ্রমিকের কাজ করতেন । কয়েকদিন আগে বাড়িতে অশান্তি করে বেরিয়ে গিয়েছিলেন ৷ তারপর থেকেই তিনি নিঁখোজ ছিলেন ৷ পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করলেও, কোনও হদিস মেলেনি ৷ আদজ সকালে গ্রামেরই শ্মশানের পাশে তাঁর দেহ উদ্ধার হল ৷