দুর্গাপুর, ১০ মার্চ : জঙ্গলে নিয়ে এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পালালো স্বামী । ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টিল টাউনশীপের আশুতোষ মুখার্জি রোডের পাশে জঙ্গলে । নিজের স্ত্রী, সন্তানকে নিয়ে গিয়ে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায় স্বামী । স্থানীয়রা দেখতে পেয়ে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ এসে রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে ।
আরও পড়ুন:সাইবার ক্রাইমের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 4
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, রানীগঞ্জ থানা এলাকার বাসিন্দা জখম অঞ্জনা হাজরা তার স্বামী মহম্মদ সমীরের সঙ্গে অঞ্জনার বাপের বাড়ি কৃষ্ণনগরে যাচ্ছিল । সঙ্গে তাদের সন্তানও ছিল । কিন্তু হঠাৎই মাঝপথে সমীর, অঞ্জনা এবং তাদের সন্তানকে নিয়ে আশুতোষ মুখার্জি রোডের পাশের জঙ্গলে ঢুকে যায় । সমীর সেখানেই অঞ্জনাকে ছুরি দিয়ে আক্রমণ করে । ঘটনায় সামান্য আহত হয়েছে তাদের সন্তানও ।