পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জঙ্গলে নিয়ে এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পলাতক স্বামী - দুর্গাপুর

রানীগঞ্জ থানা এলাকার বাসিন্দা মহম্মদ সমীর তার স্ত্রী অঞ্জনা হাজরা কে নিয়ে অঞ্জনার বাপের বাড়ি কৃষ্ণনগরে যাচ্ছিল । কিন্তু হঠাৎই মাঝপথে দুর্গাপুর স্টিল টাউনশীপের আশুতোষ মুখার্জি রোডের পাশের জঙ্গলে সমীর তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢুকে যায় । সেই সময় স্থানীয়দের কেও প্রাতকৃত্য করতে গিয়ে দেখে এক মহিলার গলা দিয়ে রক্ত বেরোচ্ছে আর একজন পুরুষ পালিয়ে যাচ্ছে ।

আহত অঞ্জনা হাজরা
আহত অঞ্জনা হাজরা

By

Published : Mar 10, 2021, 2:26 PM IST

দুর্গাপুর, ১০ মার্চ : জঙ্গলে নিয়ে এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পালালো স্বামী । ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টিল টাউনশীপের আশুতোষ মুখার্জি রোডের পাশে জঙ্গলে । নিজের স্ত্রী, সন্তানকে নিয়ে গিয়ে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায় স্বামী । স্থানীয়রা দেখতে পেয়ে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ এসে রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে ।

আরও পড়ুন:সাইবার ক্রাইমের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 4

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, রানীগঞ্জ থানা এলাকার বাসিন্দা জখম অঞ্জনা হাজরা তার স্বামী মহম্মদ সমীরের সঙ্গে অঞ্জনার বাপের বাড়ি কৃষ্ণনগরে যাচ্ছিল । সঙ্গে তাদের সন্তানও ছিল । কিন্তু হঠাৎই মাঝপথে সমীর, অঞ্জনা এবং তাদের সন্তানকে নিয়ে আশুতোষ মুখার্জি রোডের পাশের জঙ্গলে ঢুকে যায় । সমীর সেখানেই অঞ্জনাকে ছুরি দিয়ে আক্রমণ করে । ঘটনায় সামান্য আহত হয়েছে তাদের সন্তানও ।

স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পলাতক স্বামী

আরও পড়ুন:সাইবার হ্যাকিং : অ্যাকাউন্ট থেকে 30 লাখ টাকা গায়েব, কীভাবে ?

স্থানীয় সূত্রে খবর, সেই সময় তাদেরই কেও প্রাতকৃত্য করতে গিয়ে দেখে এক মহিলার গলা দিয়ে রক্ত বেরোচ্ছে আর একজন পুরুষ পালিয়ে যাচ্ছে । দ্রুত তারা পুলিশকে খবর দিলে দুর্গাপুর থানার পুলিশ এসে রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে ।

স্থানীয়দের অভিযোগ ,দুষ্কৃতীদের আসা যাওয়া রুখতে তারা দুর্গাপুর মিউনিসিপাল করপোরেশনের কাছে জঙ্গলের এই পথ বন্ধ করার আর্জি জানিয়েছিলেন । কিন্তু মেনরোড থেকে জঙ্গলের এই পথ পর্যন্ত রাস্তা করা দেওয়াতে দুষ্কৃতীদের যাতায়াত আরও বেড়েছে । পুলিশ সূত্রে খবর, রানীগঞ্জ থানায় খবর দেওয়া হয় তাদের শিশু সন্তানকে নিয়ে যাওয়ার জন্য । কিন্তু কী কারনে তারা জঙ্গলে ঢুকল? কী হয়েছিল তাদের মধ্যে? পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।

ABOUT THE AUTHOR

...view details